পাসপোর্ট তৈরি করতে বাবার নাম দেওয়া বাধ্যতামূলক নয়, ফের জানাল দিল্লি হাইকোর্ট। দিল্লির পাসপোর্ট অফিসের দায়ের করা একটি মামলায় সোমবার এই রায় দেন বিচারপতি সঞ্জীব সচদেব। তিনি জানান, কোনও ব্যক্তিকে তাঁর বাবার নাম দেওয়ার জন্য জোর করতে পারবে না পাসপোর্ট অফিস। এ বিষয়ে আগেও একই রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট।
২০০৭ সালে এক ব্যক্তি পাসপোর্ট করেছিলেন। ২০১৭ পর্যন্ত তাঁর পাসপোর্টের মেয়াদ ছিল। বিশেষ প্রয়োজনে অগ্রিম পুনর্নবীকরণ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু মা-বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া এবং বাবার প্রতি ক্ষোভ থেকে তিনি পাসপোর্টে বাবার নাম দিতে রাজি হননি। পাসপোর্ট দফতর জানায়, বাবার নাম না দিলে সিস্টেম পাসপোর্ট পুনর্নবীকরণ করে না। তার পরই আদালতের দ্বারস্থ হন তিনি। ৩ দিনের মধ্যে পাসপোর্ট পুনর্নবীকরণ করে ওই ব্যক্তিকে দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দফতরকে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।