Connect with us

দেশ

বিক্ষিপ্ত অশান্তি, প্রার্থী হেনস্থা, পুনর্নির্বাচনের দাবির মধ্যে ভোটপঞ্চমী

ওয়েবডেস্ক: বড়ো কোনো অঘটন ছাড়াই দক্ষিণবঙ্গের সাতটা কেন্দ্র-সহ গোটা দেশে শেষ হল পঞ্চম দফার ভোট। এই ভোটে রাজ্যের কেন্দ্রগুলিতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, কোথাও প্রার্থীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে, কোথাও বা প্রার্থীর মুখও ফেটেছে। এরই মধ্যে বিক্ষিপ্ত ভাবে বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ তো ছিলই। সব মিলিয়ে সংক্ষেপে এটিই ছিল রাজ্যের হাল। দেখে নেব, কেমন ভাবে এগোল পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব।

============================================

***** তিনটি পর্যন্ত ভোটদানের হার বনগাঁ: ৬১.৬৬%, বারাকপুর: ৬১.৬২%, হাওড়া: ৫৬.৯০%, উলুবেড়িয়া: ৬৭.২০%, শ্রীরামপুর: ৬১. ৪৬%, হুগলি: ৬৪.২১%,  আরামবাগ: ৬৬.২০%।

***** উত্তরীয় পরে ঢোকায় শান্তনু ঠাকুরকে শো-কজ কমিশনের।

***** বনগাঁর হিংলিতে ভোট চলাকালীন বোমাবাজি। আহত তৃণমূলকর্মী। 

***** দুপুর ১ টা পর্যন্ত ভোটের হার বনগাঁ ৪৯.৪২%, বারাকপুর ৪৬.২৬%, হাওড়া ৪৫.৯৭%, উলুবেড়িয়া ৫৪.৩৯%, শ্রীরামপুর ৫২.৯৯%, হুগলি ৫১.৬০%, আরামবাগ ৫৩.৮৪%। গড়ে ভোট পড়েছে ৫০.৬৪%।

***** কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে হেনস্থা হতে হল হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। উত্তেজনা ছড়াল হাওড়ার লিটিকুরী মুক্তরাম স্কুলে। তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপিকে ভোট দিতে বলছিল আধাসেনা। এর পরই বুথের বাইরে আধাসেনার সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। বচসা চলাকালীন প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ।

***** ছাদের চাঙর ভেঙে চুরমার ইভিএম। গাইঘাটায় বন্ধ ভোটগ্রহণ।

***** গয়েশপুরে বাড়ি ঢুকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে বেদম মার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

***** ‘বন্দেমাতরম’ বনাম ‘জয় শ্রীরাম’ বিতর্কে জড়িয়ে পড়লেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হুগলির ধনেখালির কাকড়াখুলিতে  বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে বুথে যান বিজেপি প্রার্থী। এর পর বেলমুড়িতে প্রার্থীকে দেখে বন্দেমাতারাম স্লোগান দেন কয়েকজন বাসিন্দা। তাতেও মেজাজ হারান লকেট। তাঁদের দিকে এগিয়ে যান বিজেপি প্রার্থী।  চিৎকার করে হুমকি দিয়ে লকেট তাঁদের জয়শ্রীরাম স্লোগান দিতে বলেন।

***** ব্যারাকপুর কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করল বিজেপি।

***** সকাল ১১টা পর্যন্ত ভোটের হার আরামবাগ ৩৪.৮৯%, হাওড়া ৩১.৪৫%, উলুবেড়িয়া ৩৬.৬৭%, ব্যরাকপুর ৩০%, বনগাঁ ৩১.৩৮%, হুগলি ৩৩.৫৫%, শ্রীরামপুর ৩৬.৪৮%

***** মধ্য হাওড়ায় বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে ওই এজেন্টের।

***** তারকেশ্বরে বয়স্কদের হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলনেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম মহারাজা নাগ। কোন চিহ্নে ভোট দিতে হবে, ভোটারদের সেটা বলে দিচ্ছেন তিনি। ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ওই বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে।

***** এ বার ‘বহিরাগত’দের তাড়া করলেন অর্জুন সিংহ।

***** নৈহাটিতে তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিংহ। দেওয়া হল ‘গো-ব্যাক’ স্লোগান।

***** হুগলির মল্লিকপুরে ভুয়ো ভোটার ধরলেন লকেট চট্টোপাধ্যায়।

***** ভাটপাড়া পুরসভার ৬৩ এবং ৬৪ নম্বর বুথ জ্যামের অভিযোগ। অভিযোগ বহিরাগতরা এসে বুথ জ্যাম করে দেয়। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। লাঠি উঁচিয়ে সবাইকে তাড়া করে দেয় কেন্দ্রীয় বাহিনী।

***** অমেঠিতে কংগ্রেসের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুললেন স্মৃতি ইরানি।

***** গেরুয়া উত্তরীয় পরে ভোট দিয়ে বিতর্কে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

***** বিতর্কে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হুগলির ধনেখালিতে একটি বুথ থেকে বিজেপির পোলিং এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ। খবর পেয়ে ওই বুথে যান লকেট চট্টোপাধ্যায়। সেখানে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। প্রিসাইডিং অফিসারকে কার্যত ধমক দেন বলে অভিযোগ। 

***** আমডাঙায় সিপিএমের এজেন্টকে বুথে বসতে বাধা। মেরে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়।

***** সকাল ন’টা পর্যন্ত ভোটের হার আরামবাগ ১৯.১৯%, হাওড়া ১৬.১৮%, বনগাঁ ১৩.৬৮%, শ্রীরামপুর ১৭.৪১%, উলুবেড়িয়া ২০.৫৯%, ব্যারাকপুর ১৩.৯৯%,

***** তারকেশ্বরে বয়স্কদের হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠছে এক যুবকের বিরুদ্ধে

***** খানাকুলের একটি বুথে কংগ্রেস এজেন্টকে বুথে বসতে দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

***** কাশ্মীরের পুলওয়ামায় বুথে গ্রেনেড বিস্ফোরণ। হতাহতের খবর নেই।

***** উত্তেজনা বনগাঁর গাইঘাটায়। বাইক ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। 

***** জাঙ্গিপাড়ার একটি বুথ দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

***** অর্জুন সিংহের ওপরে হামলা। মুখ ফাটল বিজেপি প্রার্থীর। ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। তৃণমূলের বহিরাগত গুন্ডারা হামলা চালিয়েছে। অভিযোগ অর্জুনবাবুর।

***** ভোটগ্রহণ চলছে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতেও।

***** ভোট দিলেন বসপা সুপ্রিমো মায়াবতী।

***** দত্তপুকুরের কাসেমপুরে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উদয়নারায়ণপুরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর। ভোট দিলে খুনের হুমকি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

***** গৌরহাটি কমিউনিটি হলে ২৭ নং বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোট শুরু হয়নি। বৈদ্যবাটি ফান্ডামেন্ট্যাল এডুকেশানের ১২ ও ১৪ নং বুথে একই কারণে ভোট শুরু হয়নি। শ্রীরামপুরের চাঁপসরা প্রাথমিক স্কুলের ২১৬ ও ২১৭ পাশাপাশি দুটি বুথে মেশিন খারাপ। ভোট বন্ধ আছে। বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগর বিধানসভার  তেঁতুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বুথ নম্বর ২০০-এ  ইভিএম খারাপ থাকায় এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথপুর বালিকা বিদ্যালয় বুথের একটা পার্টে EVM খারাপ।  ওই বুথে ভোটগ্রহণ এখনও শুরু হয়নি।

(লোকসভা ভোটের যাবতীয় খবরাখবর পেতে ক্লিক করুন এখানে)

***** ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করলেন তিনি।

***** হাওড়ার কিছু বুথে ইভিএম গণ্ডগোল। সেই বুথগুলিতে এখনও ভোটগ্রহণ শুরু হয়নি। ইভিএম সমস্যা উত্তরপ্রদেশেও।

***** পঞ্চম দফার ভোটে বিপাকে পড়লেন অর্জুন সিংহ। হালিসহরে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর ৮ নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কমিশনের।

***** ভোটগ্রহণ আপাতত শান্তিপূর্ণ ভাবে শুরু হলেও রবিবার রাত থেকে উত্তপ্ত ব্যারাকপুর এবং কাকিনাড়ার বিস্তীর্ণ অঞ্চল। দলে দলে বহিরাগত ঢোকানোর অভিযোগ। দু’পক্ষের সংঘর্ষ অনেকের মাথা ফেটেছে। তবে কোন পক্ষ বহিরাগত ঢোকাচ্ছিল, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

***** পঞ্চম দফায় রাজ্যে ৭ কেন্দ্রে ভোটগ্রহণ। ভোট হচ্ছে ব্যারাকপুর, বনগাঁ, হুগলি, শ্রীরামপুর, হাওড়া, আরামবাগ এবং উলুবেড়িয়ায়। দেশের মোট ৫১ কেন্দ্রে ভোট।

কলকাতা

দিল্লি, মুম্বই, চেন্নাই বা কলকাতা নয়, বেঙ্গালুরু আর হায়দরাবাদের করোনা-পরিস্থিতি এখন চিন্তার কারণ

এর মধ্যে বেঙ্গালুরুতে আবার সুস্থতার হার দেশের সব শহরের মধ্যে কম

খবরঅনলাইন ডেস্ক: দিল্লি, মুম্বই, চেন্নাই বা কলকাতার থেকেও স্বাস্থ্য মন্ত্রকের কাছে এখন বেশি চিন্তার কারণ হয়ে উঠছে দক্ষিণের দুই বড়ো শহর বেঙ্গালুরু আর হায়দরাবাদ। এর মধ্যে বেঙ্গালুরুতে আবার সুস্থতার হার দেশের সব শহরের মধ্যে কম।

এই ছয় শহরে করোনা পরিস্থিতির হালহকিকত

গত তিন দিনে বেঙ্গালুরু আর হায়দরাবাদে করোনা-আক্রান্ত রোগী বেড়েছে যথাক্রমে ১৫.৭ শতাংশ আর ১৫.২ শতাংশ হারে।

তুলনামূলক ভাবে এই সময়ের মধ্যে দিল্লিতে রোগী বেড়েছে ২.৬ শতাংশ হারে, চেন্নাইয়ে ২.৯ শতাংশ আর মুম্বইয়ে ১ শতাংশ। কলকাতায় রোগী বেড়েছে ৭.৬৭ শতাংশ হারে।

আবার এই ছয় শহরের মধ্যে বেঙ্গালুরুতে সুস্থতার হার এখন সবার থেকে কম (১৪.৭ শতাংশ)। বেঙ্গালুরুর থেকে সুস্থতার হারে অনেক এগিয়ে দিল্লি (৭১.৭ শতাংশ), চেন্নাই (৬২ শতাংশ), মুম্বই (৬৬.১ শতাংশ), কলকাতা (৬১.৫ শতাংশ) আর হায়দরাবাদ (৫৭.৪ শতাংশ)।

তবে বেঙ্গালুরু আর হায়দরাবাদে বাকি শহরগুলির থেকে মৃত্যুর হার অনেক কম। এটাই যা স্বস্তিতে রাখছে দুই রাজ্যের প্রশাসনকে।

অব্যবস্থার অভিযোগ বেঙ্গালুরুতে

আক্রান্তের সংখ্যা যত বাড়ছে বেঙ্গালুরুতে অব্যবস্থার অভিযোগ উঠছে। এনডিটিভিকে এক করোনা-আক্রান্ত মহিলা বলেন, অ্যাম্বুলেন্সের জন্য তাঁকে আট ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে নিজের বাড়িতে। এই সময়ে তিনি যথেষ্ট সাবধানতা অবলম্বন করলেও তাঁর থেকে তাঁর স্বামী আর ছেলেরও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যেত।

যদিও করোনার চিকিৎসায় কোনো রকম অসুবিধা কারও হবে না বলে শহরবাসীকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা।

নমুনা পরীক্ষায় বিস্তর ফারাক কর্নাটক-তেলঙ্গানায়

নমুনা পরীক্ষার হিসেবে যদি করোনা-পরিস্থিতির বিচার করা হয়, তা হলে দেখা যাবে তেলঙ্গানার পরিস্থিতি সব থেকে খারাপ। এই রাজ্যে এখন মোট ১ লক্ষ ২২ হাজার ২১৮টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৫,৭৩৩টি নমুনা। অর্থাৎ নমুনা পজিটিভের হার রয়েছে ২১.০৫ শতাংশ।

অন্য দিকে ৭ লক্ষ ২২ হাজার ৩০৫টি নমুনার মধ্যে কর্নাটকে পজিটিভ হয়েছে ২৫,৩১৭টি নমুনা। অর্থাৎ কর্নাটকে নমুনা পজিটিভের হার রয়েছে ৩.৫০ শতাংশ।

Continue Reading

দেশ

নতুন আক্রান্তের সংখ্যায় উল্লেখযোগ্য পতন, বাড়ল সুস্থতার হার

রোগী বৃদ্ধির হার এখন কমে এসেছে মাত্র ৩.১৯ শতাংশে।

খবরঅনলাইন ডেস্ক: চার দিন পর ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমে গেল। পাশাপাশি বাড়ল সুস্থতার হার বাড়ল, কমল মৃত্যুর হারও।

ভারতের বাড়ল সুস্থতার হার, কমল মৃত্যুহার

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী মঙ্গলবার দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ১৯ হাজার ৬৬৫। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৫৭। সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৩৯ হাজার ৯৪৮। মারা গিয়েছেন ২০,১৬০।

অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২,২৫২ জন। ৩ জুলাইয়ের পর নতুন আক্রান্তের সংখ্যায় এতটা পতন দেখা গেল। এর ফলে রোগী বৃদ্ধির হার এখন কমে এসেছে মাত্র ৩.১৯ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫,৫১৫ জন। মৃত্যু হয়েছে ৪৬৬ জনের। সুস্থতার হার আরও কিছুটা বেড়ে ৬১.১৩ শতাংশ হয়েছে। মৃত্যুহার কমে এসেছে ২.৮০ শতাংশে।

আক্রান্তের সংখ্যা লাখ পেরোলেও দিল্লিতে স্বস্তির খবর

করোনা-আক্রান্তের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গেল দিল্লিতে (Delhi)। প্রথম শহর হিসেবে এক লক্ষ করোনা-আক্রান্তের গণ্ডি পেরিয়ে গেল দিল্লি। যদিও একই সঙ্গে দিল্লি নিয়ে অনেকটাই স্বস্তি পাচ্ছে প্রশাসন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আক্রান্ত হয়েছেন মাত্র ১,৩৫৯। ১৯ দিন পর নতুন আক্রান্তের সংখ্যায় এতটা পতন দেখা গেল দিল্লিতে। একই সঙ্গে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও চূড়ান্ত ভালো। রাজধানীতে মোট ১ লক্ষ ৮২৩ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৭২,০৮৮ জন। অর্থাৎ দিল্লিতে সুস্থতার হার এখন রয়েছে ৭১.৪৯ শতাংশ।

৬ রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন আক্রান্ত ৬৩%

গত ২৪ ঘণ্টায় ভারতের ছ’টি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে আক্রান্তের সংখ্যা চার সংখ্যায় ছিল। সেগুলি হল মহারাষ্ট্র (৫,৩৬৮), তামিলনাড়ু (৩,৮২৭), কর্নাটক (১,৮৪৩), তেলঙ্গানা (১,৮৩১) আর অন্ধ্রপ্রদেশ (১,৩২২)। অর্থাৎ বাকি দেশে আক্রান্ত হয়েছেন ৮,১০১ জন।

এর মধ্যে থেকে যদি উত্তরপ্রদেশ (৯৩৩) আর পশ্চিমবঙ্গকে (৮৬১) আলাদা করা হয়, তা হলে বাকি দেশের সংখ্যাটা আরও কিছুটা ভালো মনে হবে।

Continue Reading

দেশ

এক কোটি নমুনা পরীক্ষার গণ্ডি পেরোলো ভারত

বর্তমানে ভারতে করোনা নমুনা পজিটিভ হওয়ার জাতীয় গড় ৬.৭৩ শতাংশ। তবে অনেক রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল এমন রয়েছে যেখানে নমুনা পজিটিভ হওয়ার হার জাতীয় গড়ের থেকে কম।

খবরঅনলাইন ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করল ভারত। সোমবার এক কোটি নমুনা পরীক্ষার গণ্ডি পেরিয়ে গিয়েছে দেশ।

আইসিএমআরের মিডিয়া কোঅর্ডিনেটর লোকেশ শর্মা জানান, “সোমবার সকাল ১১টা পর্যন্ত ১,০০,০৪,১০১টি নমুনা পরীক্ষা হয়ে গিয়েছে গোটা দেশে।

নমুনা পরীক্ষার বিস্তারিত তথ্য

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখন সারা দেশে মোট ১১০৫টি ল্যাবরেটরিতে কোভিড-১৯ নমুনা পরীক্ষা চলছে। এগুলির মধ্যে ৭৭৮টি সরকারি এবং ৩১৭টি বেসরকারি ল্যাব। প্রতি দিনই নমুনা পরীক্ষার ক্ষমতা আরও বাড়ছে। এখন গড়ে রোজ প্রায় আড়াই লক্ষ করে নমুনা পরীক্ষা হচ্ছে।

হাসপাতাল/ল্যাব ছাড়াও ভ্রাম্যমান ল্যাবরেটরিটি আই-ল্যাব অথবা ইনফেকশন ডিজিজেস ডায়গনিস্টিক ল্যাবেও নমুনা পরীক্ষা চলছে। এটি এক দিনে ৫০টি আরটি-পিসিআর এবং প্রায় দু’শোটি এলাইজা পরীক্ষা করতে সক্ষম। আট ঘণ্টার মেয়াদে কাজ করা দু’টি পৃথক মেশিনের মাধ্যমে পাঁচশোটি পর্যন্ত নমুনা পরীক্ষা করা যেতে পারে।

নমুনা পজিটিভ হওয়ার হার

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে বর্তমানে ভারতে নমুনা পরীক্ষার জাতীয় গড় রয়েছে ৬.৭৩ শতাংশ। তবে অনেক রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল এমন রয়েছে যেখানে নমুনা পজিটিভ হওয়ার হার জাতীয় গড়ের থেকে কম। এর মধ্যে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গ, কর্নাটক, অসম, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান।

অন্য দিকে দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাতে নতুনা পরীক্ষার হার জাতীয় গড়ের থেকে বেশি রয়েছে।

নতুন নিয়ম

করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণ প্রতিরোধে এখন তিনটি বিষয়েই গুরুত্ব দিতে চাইছে কেন্দ্র। নমুনা পরীক্ষা, চিহ্নিতকরণ এবং চিকিৎসা, এই তিনটি পদ্ধতিকে জোরদার করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। যেগুলির মধ্যে অন্যতম যে কোনো চিকিৎসককে করোনার নমুনা পরীক্ষার অনুমতি দেওয়া এবং প্রেসক্রিপশন ছাড়াই কোনো একক ব্যক্তিকে নমুনা পরীক্ষার সুযোগ দেওয়া।

আইসিএমআরের নির্দেশিকায় আরও বলা হয়েছে, গাইডলাইন মেনে যে কোনো একক ব্যক্তি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করাতে যেতে পারেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কোনো কর্তৃপক্ষই তাঁকে বাধা দিতে পারবেন না। দ্রুত নমুনা পরীক্ষায় সহায়তার মাধ্যমে সংক্রমণ রুখতে সমস্ত রকমের পদক্ষেপ নিতে হবে।

রাজ্যগুলিকে আহ্বান

আরটি-পিসিআরের সঙ্গে র‌্যাপিড অ্যান্টিজেন পয়েন্ট-অব-কেয়ার টেস্টকে যুক্ত করতে বলা হয়েছে। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে দ্রুততর গতিতে হয়। খুবই সহজ একটি পদ্ধতি। অন্য দিকে সুরক্ষার বিষয়টিও অনেকটা নিশ্চিত। আইসিএমআরের নির্দেশিত কনটেনমেন্ট জোনের পাশাপাশি হাসপাতালেও এই পদ্ধতিতে নমুনা পরীক্ষায় জোর দিতে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।

Continue Reading
Advertisement
dhoni
ক্রিকেট1 hour ago

জন্মদিনে ফিরে দেখা মহেন্দ্র সিংহ ধোনির ম্যাচ জেতানো তিনটে সেরা ইনিংস

কলকাতা2 hours ago

দিল্লি, মুম্বই, চেন্নাই বা কলকাতা নয়, বেঙ্গালুরু আর হায়দরাবাদের করোনা-পরিস্থিতি এখন চিন্তার কারণ

দেশ3 hours ago

নতুন আক্রান্তের সংখ্যায় উল্লেখযোগ্য পতন, বাড়ল সুস্থতার হার

রাজ্য3 hours ago

পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ফের কড়া লকডাউনের জল্পনা

রাজ্য4 hours ago

করোনায় লাগাম টানতে এ বার পশ্চিমবঙ্গে আসা স্পেশাল ট্রেনের সংখ্যা কমছে

বাংলাদেশ10 hours ago

‘দম ফুরাইলে ঠুস’-এর গায়ক প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর প্রয়াত

রাজ্য16 hours ago

নতুন সংক্রমণ কিছুটা কম, রাজ্যে করোনামুক্ত হলেন ১৫ হাজার

প্রযুক্তি16 hours ago

নতুন অ্যাপ ‘সেল্‌ফ স্ক্যান’ নিয়ে এল রাজ্য সরকার! এর কাজ কী?

কেনাকাটা

কেনাকাটা18 hours ago

রান্নাঘরের টুকিটাকি প্রয়োজনে এই ১০টি সামগ্রী খুবই কাজের

খবরঅনলাইন ডেস্ক : লকডাউনের মধ্যে আনলক হলেও খুব দরকার ছাড়া বাইরে না বেরোনোই ভালো। আর বাইরে বেরোলেও নিউ নর্মালের সব...

কেনাকাটা2 days ago

হ্যান্ড স্যানিটাইজারে ৩১ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যামাজন

অনলাইনে খুচরো বিক্রেতা অ্যামাজন ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে ঢেলে সাজিয়েছে হ্যান্ড স্যানিটাইজারের সম্ভার।

DIY DIY
কেনাকাটা7 days ago

সময় কাটছে না? ঘরে বসে এই সমস্ত সামগ্রী দিয়ে করুন ডিআইওয়াই আইটেম

খবর অনলাইন ডেস্ক :  এক ঘেয়ে সময় কাটছে না? ঘরে বসে করতে পারেন ডিআইওয়াই অর্থাৎ ডু ইট ইওরসেলফ। বাড়িতে পড়ে...

smartphone smartphone
কেনাকাটা1 week ago

লকডাউনের মধ্যে ফোন খারাপ? রইল ৫ হাজারের মধ্যে স্মার্টফোনের হদিশ

খবরঅনলাইন ডেস্ক : করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে ঘরে বসে যতটা কাজ সারা যায় ততটাই ভালো। তাই মোবাইল ফোন খারাপ...

নজরে