দেশ
কেন্দ্রীয় বাজেট ২০১৮-১৯, এক নজরে
নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অরুণ জেটলি। দেখে নিন বাজেট একনজরে। Loading videos… ১২:৫১- শেষ হল অর্থমন্ত্রীর বাজেট পেশ। ১২:৫০- মোবাইল, ক্রেডিট কার্ডের বিলে বাড়ল ট্যাক্স। ১২:৪৯- দাম বাড়ল টিভি, মোবাইল ফোনের। টিভি এবং মোবাইলে কাস্টম্স ডিউটি বাড়ানোর প্রস্তাব। ১২:৪৬- শেয়ার কেনাবেচায় ১০ শতাংশ কর। ১২:৪৬- শিক্ষা স্বাস্থ্যে সেস ১ শতাংশ থেকে বেড়ে হল চার […]
নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অরুণ জেটলি। দেখে নিন বাজেট একনজরে।
১২:৫১- শেষ হল অর্থমন্ত্রীর বাজেট পেশ।
১২:৫০- মোবাইল, ক্রেডিট কার্ডের বিলে বাড়ল ট্যাক্স।
১২:৪৯- দাম বাড়ল টিভি, মোবাইল ফোনের। টিভি এবং মোবাইলে কাস্টম্স ডিউটি বাড়ানোর প্রস্তাব।
১২:৪৬- শেয়ার কেনাবেচায় ১০ শতাংশ কর।
১২:৪৬- শিক্ষা স্বাস্থ্যে সেস ১ শতাংশ থেকে বেড়ে হল চার শতাংশ।
১২:৪৫-দীর্ঘমেয়াদী মূলধনী লাভের কর ১০ শতাংশ।
১২:৪১- মেডিক্লেমে ছাড় বেড়ে ৫০,০০০ টাকা। প্রবীণ নাগরিকদের ব্যাঙ্কের সুদে পঞ্চাশ হাজার পর্যন্ত ছাড়।
১২:৪০- বেতনভোগীদের স্বাস্থ্যবিমান ঊর্ধ্বসীমা বাড়ল।
১২:৩৯- বেতন থেকে ৪০,০০০ টাকা ছাড় দিয়ে হিসেব হবে ব্যক্তিগত আয়করের।
১২:৩৪- অপরিবর্তিত আয়কর কাঠামো।
১২:৩৩- যে সব ব্যবসার বার্ষিক আয় আড়াইশো কোটি, তাদের কর্পোরেট কর কমে হল ২৫ শতাংশ।
১২:২৭- আয়করদাতাদের সংখ্যা বেড়েছে। ৪১ শতাংশ বেড়েছে আয়কর রিটার্ন। প্রত্যক্ষকর আদায় ১২.৬ শতাংশ।
১২:২৫- গত অর্থবর্ষে মোট খরচ হয়েছে ২১.৫৭ লক্ষ কোটি। আর্থিক ঘাটতির পরিমাণ সাড়ে তিন শতাংশ।
১২:২৪- বর্তমানে রাজস্ব ঘাটতি ৫.৯৫ লক্ষ কোটি টাকা।
১২:২০- রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালের বেতন যথাক্রমে পাঁচ, চার এবং সাড়ে তিন লক্ষ টাকা। পাঁচ বছর অন্তর বাড়বে সাংসদদের বেতন।
১২:১৯- সোনা আমদানি, রফতানিতে নিয়ম শিথিল। সোনা কেনাবেচার ব্যাপারে একটি সহজ গোল্ড পলিসি।
১২:১৭- গ্রামে ব্যাঙ্কিং ব্যবস্থা। শেয়ার বাজারে ঢুকবে দুটি সরকারি বীমা সংস্থা।
১২:১৬- পাঁচ লক্ষ গ্রামে ওয়াইফাই হটস্পট।
১২:১৪- ভারতে বিটকয়ন বেআইনি।
১২:১৩- দেশ জুড়ে ক্যাশলেস টোল চালুর চেষ্টা।
১২:১০- এক লক্ষ পঞ্চায়েতে অপটিক ফাইবার।
১২:০৯- বিমানবন্দরের সংখ্যা পাঁচগুণ বাড়ানো হবে।
১২:০৭- পূর্ব রেলকে পুরোপুরি ব্রডগেজ করা হবে। কামরার উন্নতিতে বেশি টাকা খরচ হবে।
১২:০৫- সব স্টেশনে ওয়াইফাই, সিসিটিভি।
১২:০৪- ৬০০ রেল স্টেশনের আধুনিকীকরণ।
১২:০৩- দিনে ২৫,০০০ যাত্রী যাতায়াত করেন এমন সব স্টেশনে চলমান সিঁড়ি।
১২:০১- ৩৬ হাজার কিলোমিটার রেলপথের মেরামতি।
১২:০০- রেলে বরাদ্দ ১ লক্ষ ৪৮ হাজার কোটি টাকা।
১১:৫৮- সীমান্তে নতুন রাস্তা হবে। ৯২টি শহরকে স্মার্টসিটি করা হবে। দশটি পর্যটন কেন্দ্রকে আইকনিক পর্যটন কেন্দ্র করা হবে।
১১:৫৬- ৭০ লক্ষ কর্মসংস্থান হয়েছে।
১১:৫৪- নতুন কর্মীদের বারো শতাংশ ইপিএফ। ইপিএফে মহিলাদের কম টাকা কাটা হবে।
১১:৫৪- প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় তিন লক্ষ কোটি বরাদ্দ।
১১:৫২- জিএসটি, নোট বাতিলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ক্ষতি, মানলেন জেটলি।
১১:৫১- নমামি গঙ্গার জন্য ১৮৭টি প্রকল্প।
১১:৫০- আলু, টমেটো। পেঁয়াজের জন্য পাঁচশো কোটি টাকা।
১১:৪৯- তপশীলী উপজাতিদের জন্য একলব্য মডেল স্কুল
১১:৪৫- গরিবদের স্বাস্থ্যবিমার প্রিমিয়াম বছরে ৩৩০ টাকা।
১১:৪৪- প্রতি তিনটে লোকসভা কেন্দ্রে একটি করে মেডিকাল কলেজ। নতুন মেডিকাল কলেজ হবে ২৪টি।
১১:৪৩- দেশের ৪০ শতাংশ মানুষের জন্য স্বাস্থ্য বীমা। ৫০ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা।
১১:৪২- ন্যাশনাল হেলথ স্কিমে বারোশো কোটি বরাদ্দ।
১১:৪১- উজ্জ্বলা প্রকল্পে পাঁচ লক্ষ মহিলাকে বিনামূল্যে গ্যাস।
১১:৪০- তেরো লক্ষ শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ।
১১:৩৯- প্রি নার্সারি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত একটাই শিক্ষা নীতি।
১১:৩৭- বরোদায় রেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব।
১১:৩৬- খেলাধুলা ও বৃত্তিমুখী প্রশিক্ষণে ব্যবস্থা।
১১:৩৫- ডিজিটাল শিক্ষায় জোর, আদিবাসী শিশুশিক্ষায় জোর।
১১:৩৫- প্রধানমন্ত্রী সৌহার্দ্য যোজনায় গরীবের বাড়িতে বিদ্যুৎ। বরাদ্দ ১৬,০০০ কোটি।
১১:৩৩- ফিশারি ও আকোয়া কালচার প্রকল্পের জন্য বরাদ্দ ১০,০০০ কোটি।
১১:৩৩- ৯৬টি জেলায় সেচ প্রকল্পে বিশেষ বরাদ্দ।
১১:৩৩- উত্তর ভারতে বায়ুদূষণ রুখতে পদক্ষেপ।
১১:৩২- ক্ষুদ্র সেচ প্রকল্পে জোর।
১১:৩২- গরীবের জন্য ৫১ লক্ষ বাড়ি।
১১:৩১- দু’বছরে দু’কোটি শৌচাগার।
১১:৩০- গ্রামীণ বিদ্যুৎ প্রকল্পে ১৬০০০ কোটি, প্রাণীসম্পদ উন্নয়নে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ।
১১:২৯- বাঁশ উৎপাদনে জোর দেওয়ার জন্য ন্যাশনাল ব্যাম্বু মিশন।
১১:২৮- আরও কিষান ক্রেডিট কার্ড চালু হবে।
১১:২৮- দেশে অনেকগুলি ফুড পার্ক তৈরির সিদ্ধান্ত কেন্দ্রের।
১১:২৭- কৃষিতে ক্লাস্টার যোজনার ওপরে জোর দেওয়া হবে।
১১:২৬- অপারেশন গ্রিন, অপারেশন ফ্লাডে ৫০০ কোটি টাকা বরাদ্দ।
১১:২৪- খাদ্য প্রক্রিয়াকরণে ১৫০০ কোটি টাকা।
১১:২৩- ভেষজ উৎপাদনে ২০০ কোটি টাকা বরাদ্দ।
১১:২২- ভারত কৃষি প্রধান দেশ, কৃষিতে আরও জোর, বললেন জেটলি।
১১:২১- অপারেশন গ্রিন, অপারেশন ফ্লাড চালু হবে, বললেন জেটলি
১১:২০- কোটি কোটি গরিব মানুষের ঘরে গ্যাস পৌঁছে যাচ্ছে: জেটলি
১১:১৮- ন্যুনতম সহায়ক মূল্য দেড়গুণ বাড়ানোর সিদ্ধান্ত: জেটলি
১১:১৬- ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে: জেটলি
১১:১৫- আমরা চাই কৃষকরা উৎপাদিত পণ্যের সঠিক দাম পান: জেটলি
১১:১৩- ভারত পঞ্চম শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে: জেটলি
১১:১২- রফতানির হাড় ১৫ শতাংশ বাড়বে: জেটলি
১১:১২- পরিকাঠামো বৃদ্ধিতে জোর: জেটলি
১১:০৮- প্রথম তিন বছরে সাড়ে ৭ শতাংশ আর্থিক বৃদ্ধি দেশে, বললেন জেটলি।
১১:০৭- ডিজিটাইসেশনে জোর: জেটলি
১১:০৫- দেশে অর্থনীতির ভীত মজবুত, বললেন জেটলি।
১১:০৫- বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী।
দেশ
করোনা টিকার শংসাপত্রে মোদীর ছবি, স্বাস্থ্যমন্ত্রকের জবাব তলব কমিশনের
গত শুক্রবার ২৬ ফেব্রুয়ারি রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। তার পরেও বিজেপির প্রচারক মোদীর ছবি-সহ করোনার শংসাপত্র বিলি নিয়ে আপত্তি তোলে তৃণমূল।

খবরঅনলাইন ডেস্ক: নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরেও করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূলে। আর তার পরেই এই মর্মে স্বাস্থ্যমন্ত্রকের জবাব তলব করেছে নির্বাচন কমিশন।
বিষয়টি নিয়ে কমিশনের তরফে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘‘প্রথমে সত্যটা জেনে নেওয়া প্রয়োজন। জানতে হবে, স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশেই প্রধানমন্ত্রীর ছবি দেওয়া শংসাপত্র বিলি করা হচ্ছিল কি না। এ ক্ষেত্রে সব পক্ষের মতামত জানা প্রয়োজন।’’
টিকার শংসাপত্রে মোদীর ছবি নিয়ে পশ্চিমবঙ্গ থেকেই যে হেতু অভিযোগ জমা পড়েছে, তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছ থেকেও এ নিয়ে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।
উল্লেখ্য, গত শুক্রবার ২৬ ফেব্রুয়ারি রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। তার পরেও বিজেপির প্রচারক মোদীর ছবি-সহ করোনার শংসাপত্র বিলি নিয়ে আপত্তি তোলে তৃণমূল। পাশাপাশি পেট্রোল পাম্পের বিজ্ঞাপনে মোদীর ছবি ব্যবহার নিয়েও প্রতিবাদ করেছিল তৃণমূল। এর পর পাম্পগুলিকে সেই ছবি নামিয়ে ফেলার নির্দেশ দেয় কমিশন।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
অপ্রয়োজনীয় ভিড় এড়াতে ব্যবস্থা, প্ল্যাটফর্ম টিকিটের দাম তিনগুণ বাড়াল রেল
দেশ
অপ্রয়োজনীয় ভিড় এড়াতে ব্যবস্থা, প্ল্যাটফর্ম টিকিটের দাম তিনগুণ বাড়াল রেল
এর আগে, মুম্বই এবং সংলগ্ন এলাকার প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বাড়িয়ে একধাক্কায় ১০ থেকে ৫০ টাকা করে দিয়েছিল রেল।

খবরঅনলাইন ডেস্ক: অপ্রয়োজনীয় ভিড় এড়াতে ভাড়া বাড়ানোর পন্থা নিল রেল। এক ধাক্কায় তিনগুণ বাড়িয়ে দেওয়া হল প্ল্যাটফর্ম টিকিটের দাম।
এখন থেকে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। এ ছাড়াও বাড়ানো হয়েছে স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের ভাড়াও। এখন থেকে এই ট্রেনে উঠতে গেলেও ৩০ টাকার টিকিট কাটতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ যাতে ট্রেনে না ওঠেন, তার জন্য এর আগে ফেব্রুয়ারি মাসেও স্বল্পদূরত্বের যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছিল।
করোনা পরিস্থিতিতে স্টেশন চত্বর এবং ট্রেনে ভিড় রুখতেই এই ‘সাময়িক’ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে যদিও রেলের তরফে সাফাই দেওয়া হয়েছে। প্ল্যাটফর্ম টিকিট এবং স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের টিকিটের বর্ধিত মূল্য নিয়ে শুক্রবার রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেশন চত্বরে ভিড় সামাল দেওয়ার দায়িত্ব ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের (ডিআরএম)। প্ল্যাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধির বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত।
এর আগে, মুম্বই এবং সংলগ্ন এলাকার প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বাড়িয়ে একধাক্কায় ১০ থেকে ৫০ টাকা করে দিয়েছিল রেল। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, দাদার এবং লোকমান্য তিলক টার্মিনাসের মতো স্টেশনে তা এখনও চালু রয়েছে। এ বার গোটা দেশেই প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ল।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
কর্মীদের কোভিড টিকাকরণের খরচ জোগাবে রিলায়েন্স, জানালেন নীতা অম্বানি

খবরঅনলাইন ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত-নেপাল সীমান্ত। নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশের পিলিভিটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী এবং সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানরা। নিহতের নাম গোবিন্দ সিংহ (২৬)। এই ঘটনায় এখনও নিখোঁজ আরও ১ যুবক।
পিলভিটের পুলিশ সুপার জয়প্রকাশ জানিয়েছেন, নেপাল সীমান্ত লাগোয় উত্তরপ্রদেশের পিলভিটের হাজারা থানা এলাকার রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে গোবিন্দ সিংহ, গুরমিত সিংহ এবং পাপ্পু সিংহ নামক তিন বন্ধু নেপালের বেলোরি বাজারে কিছু কাজের জন্য গিয়েছিলেন।
কাজ সেরে বাড়ি ফেরার সময় কোনো বিষয় নিয়ে ওই তিন জনের বচসা হয় বলে জানা গিয়েছে। তখনই নেপাল পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন গোবিন্দ। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
গোবিন্দর দুই সঙ্গীর মধ্যে এক জন এখনও নিখোঁজ। অন্য জন কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে ভারতে ফিরে আসেন বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্তলাগোয়া গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে গ্রামবাসীদের শান্ত করেন। পুলিশ জানিয়েছে, যে যুবক ফিরে এসেছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে সেখানে ঠিক কী হয়েছিল। কী থেকে বচসার সূত্রপাত— সব কিছু জানার চেষ্টা চলছে। পাশাপাশি, নেপাল পুলিশের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
তবে এই প্রথম নয়, গত বছরের জুনে ভারত-নেপাল সীমান্তলাগোয়া বিহারের সীতামঢ়ী জেলার মাহোবা গ্রামের এক কৃষকের মৃত্যু হয় নেপাল পুলিশের গুলিতে। আহত হন আরও ৩ জন। এসএসবি সূত্রে জানা গিয়েছিল, লালবন্দি-জানকীনগর পঞ্চায়েত এলাকায় আন্তর্জাতিক সীমান্তে এসে ভারতীয় কৃষকদের চাষের কাজে বাধা দেয় নেপাল পুলিশের কয়েক জন অফিসার।
এই থেকে কৃষকদের সঙ্গে বচসা শুরু হয়। এবং আচমকা গুলি চালাতে শুরু করে নেপাল পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকাশকুমার রাই নামে এক কৃষকের। আরও এক কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নেপাল পুলিশের বিরুদ্ধে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
দলিত যুবককে বিয়ে, আদালতের দেওয়া নিরাপত্তা সত্ত্বেও মেয়েকে খুন করল বাবা
-
রাজ্য14 hours ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
শিক্ষা ও কেরিয়ার2 days ago
কেন্দ্রের নতুন শিক্ষানীতির আওতায় মাদ্রাসায় পড়ানো হবে গীতা, রামায়ণ, বেদ-সহ অন্যান্য বিষয়
-
শিক্ষা ও কেরিয়ার2 days ago
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়, ফের কলকাতা হাইকোর্টে রাজ্য
-
গাড়ি ও বাইক20 hours ago
আরটিও অফিসে আর যেতে হবে না! চালু হল আধার ভিত্তিক যোগাযোগহীন পরিষেবা