খবর অনলাইন: গো-হত্যার অভিযোগে মহম্মদ আখলাকের পরিবারের বিরুদ্ধে শুক্রবার এফআইআর নথিভুক্ত করল উত্তরপ্রদেশ পুলিশ। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশেই এফআইআর করা হয়েছে বলে দাদরি পুলিশের অনুরাগ সিং জানান। এই ঘটনা নিয়ে অবাধ ও নিরপেক্ষ তদন্ত হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
বিসাডা গ্রামের নিহত মহম্মদ আখলাকের ভাই জান মহম্মদ বৃহস্পতিবার বলেন, “আদালতের নির্দেশকে সম্মান জানাই। কিন্তু তদন্ত নিরপেক্ষ হওয়া উচিত। উত্তরপ্রদেশ পুলিশের এডিজি (আইন ও শৃঙ্খলা) দলজিৎ সিং চৌধুরী বলেন, “আমরা দৃঢ়প্রতিজ্ঞ তদন্ত অবাধ ও নিরপেক্ষ হবেই।”
উল্লেখ্য, বাড়িতে গোমাংস আছে, এই গুজব ছড়িয়ে পড়ার পর গত সেপ্টেম্বরে দাদরির বিসাডা গ্রামের মানুষজন ৫০ বছর বয়সি মহম্মদ আখলাককে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলে। ছেলে দানিশকেও মারাত্মক ভাবে জখম করা হয়।
বিসাডা গ্রামের অধিবাসীরা গত ৫ জুন গৌতম বুদ্ধ নগরের এসএসপি-র সঙ্গে দেখা করে গোহত্যার অপরাধে আখলাকের পরিবারের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার দাবি জানান। তার পর ওই গ্রামেরই সুরজপাল সিং একই আবেদন নিয়ে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ। সেই আবেদনের ভিত্তিতে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বিজয় কুমার বৃহস্পতিবার আখলাকের পরিবারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।