telangana hydel power plant

খবরঅনলাইন ডেস্ক: কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া দুর্ঘটনা কার্যত একই জায়গায়। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের চিত্তুরে গ্যাস লিকের পর গভীর রাতে আগুন লাগল তেলঙ্গানার (Telangana) একটি জলবিদ্যুৎ কেন্দ্রে।

তবে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি যে জায়গায় অবস্থিত সেই শ্রীসৈলমের (Srisailam) একটা বড়ো অংশই অন্ধ্রপ্রদেশে। তবে জলবিদ্যুৎ কেন্দ্রের দিকটা অবস্থিত তেলঙ্গানায়।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ এই জলবিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন লাগার সময়ে ভেতরে যত জন ছিলেন সবাই আটকে পড়েন। জানা গিয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে।

অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার আত্মকুর থেকে দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছোয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ভেতরে যাঁরা আটকে পড়েছিলেন তাঁদের উদ্ধারের চেষ্টা করা হয়।

প্রথমে দশ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ভেতরে আটকে থাকেন আরও ন’জন। শুক্রবারে, বেলার দিকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে।

খবরঅনলাইনে আরও পড়তে পারেন

ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাস, বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের উপকূল

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন