ওয়েবডেস্ক: চণ্ডীগড়-কোচুভেলি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে। শুক্রবার নয়াদিল্লি স্টেশন ছাড়ার সময়ই ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে বলে জানান উত্তর রেলের মুখপাত্র দীপক কুমার। তিনি জানিয়েছেন, যাত্রীরা নিরাপদে রয়েছেন।
দীপক জানান, নয়াদিল্লি স্টেশনের ৮ নম্বর প্লাটফর্ম ছাড়ার সময়ই ট্রেনটি থেকে আগুন বেরোতে দেখা যায়। যা স্টেশন চত্ত্বরেও চলে আসে। এ দিন বেলা ১.৪০টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
দমকলের এক আধিকারিক জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই ১২টি ইঞ্জিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যাত্রীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এই ঘটনার পর রেলমন্ত্রী পীযূষ গয়াল জানান, যাত্রীদের প্রত্যেকেই সুস্থ রয়েছেন। ঘটনাস্থলে রয়েছেন রেলের আধিকারিকরা। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।