fire

ইলাহাবাদ: ফের আগুন লাগল কুম্ভমেলায়। সেই আগুনের আংশিক শিকার হলেন বিহারের রাজ্যপাল লালজি ট্যান্ডন। অল্পের জন্য রক্ষা পেলেও আগুনে পুড়ে গিয়েছে তাঁর বেশ কিছু জিনিস।

মঙ্গলবার রাত দু’টো নাগাদ আগুন লাগে ট্যান্ডনের তাঁবু-সহ আরও দু’টি তাঁবুতে। দমকলের ঘণ্টা দেড়েকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই ট্যান্ডনকে তাঁবু থেকে বের করে আনা হলেও তাঁর চশমা, মোবাইল এবং হাত ঘড়ি পুড়ে গিয়েছে।

তাঁবু থেকে বের করে এনে ট্যান্ডনকে ইলাহাবাদের সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন গ্যাস সিলিন্ডার ফেটে আগুন কুম্ভমেলা প্রাঙ্গণে

ঠিক কী কারণে আগুন লাগল, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা না গেলেও শর্ট সার্কিটকেই দায়ী করা হচ্ছে।

এটাই অবশ্য প্রথম নয়। গত মাসে, কুম্ভ শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই আগুন লেগেছিল দিগম্বর আখড়ার শিবিরে। ফের একবার এই ধরনের ঘটনা, প্রমাণ করল কুম্ভ প্রাঙ্গণে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত নয়।

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন