avalanche in kashmir

ওয়েবডেস্ক: তুষারপাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এল তুষারধস। সেই তুষারধসের কবলে পড়লেন সেনা জওয়ানরা। রাজ্যের গুরেজ এবং নৌগাম সেক্টরে পৃথক দু’টি তুষারধসের ঘটনায় নিখোঁজ হয়েছেন পাঁচ জওয়ান।

সেনার মুখপাত্র করনেল রাজেশ কালিয়া বলেন, “নৌগাম সেক্টরের পোস্ট থেকে দু’জন জওয়ান পিছলে গিয়ে নিখোঁজ হয়েছেন। অন্য দিকে গুরেজ সেক্টরের ফরওয়ার্ড পোস্ট থেকে তিন জওয়ান নিখোঁজ হয়ে গিয়েছেন।” জওয়ানদের উদ্ধার করার জন্য তল্লাশি চালানো হচ্ছে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীরের প্রবল তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। পাশাপাশি সেনার ‘স্নো অ্যাভালান্স স্টাডি এস্টাব্লিশমেন্ট’ (এসএএসই) দফতর থেকেও তুষারধসের সতর্কবার্তা দেওয়া হয়। নিরাপত্তাবাহিনীর জন্য তুষারধসের পূর্বাভাস দেওয়ার জন্য কাশ্মীর জুড়ে ৪০টা কেন্দ্র রয়েছে এসএএসই-এর।

আরও পড়ুন মুরশুমের প্রথম তুষারপাতে সাদা হল মানালি, শ্রীনগর

উল্লেখ্য, শ্রীনগর থেকে ১৫০ কিমি দূরে অবস্থিত গুরেজ সেক্টরটি চার দিকে পাহাড়ে ঘেরা। সেই পাহাড় থেকে তুষারের ধস নামা খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। অন্য দিকে নিয়ন্ত্রণরেখার কাছেই অবস্থিত নৌগাম সেক্টরেও প্রতি বছরই প্রবল তুষারপাত হয়।

এই বছর জানুয়ারিতে গুরেজ সেক্টরে তুষারধসের ফলে মৃত্যু হয় ১৪ জন সেনা জওয়ানের।