ওয়েবডেস্ক: পাচারবিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত পাঁচ মহিলাকে গণধর্ষণ করা হল। এই সপ্তাহের গোড়ায় এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের খুঁটি জেলায়। বৃহস্পতিবারই পুলিশের তরফ থেকে এই খবর প্রকাশ্যে এসেছে।
রাঁচি রেঞ্জের ডিআইজি এভি হোমকর বলেন, “একটি মিশনারি সংগঠনের সঙ্গে যুক্ত ওই পাঁচ মহিলাকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। অপহরণের সময়ে একটি স্কুলে মানবপাচার বিরোধী একটি নাটক মঞ্চস্থ করছিলেন ওই পাঁচ জন।”
অপহরণের তিন ঘণ্টা পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ডিআইজি।
পুলিশের দাবি, যারা অপহরণ করে ধর্ষণ করেছে তারা পাথালগডির সমর্থন। ঝাড়খণ্ডের বিভিন্ন আদিবাসী গ্রামে এই পাথালগডির রীতি মানা হয়। এর অর্থ রাজ্য এবং কেন্দ্র নয়, নিজেদের আইন নিজেরাই প্রণয়ন করে নিজেদের মতো অঞ্চল শাসন করা।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই স্কুলের মাঠে সচেতনতামূলক নাটক চলাকালীন দুপুর একটা নাগাদ দশ-বারোজন সশস্ত্র অবস্থায় ওখানে পৌঁছোয়। তার পরেই অপহরণ করা হয়। ধর্ষকরা, ধর্ষণের ঘটনার ভিডিও শুট করেছে বলেও জানা গিয়েছে।
এই ঘটনার তদন্তে উচ্চপদস্থ কমিটি তৈরি করেছে পুলিশ। কয়েক জনকে চিহ্নিত করা হলেও, এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।