Kerala Flood

ওয়েবডেস্ক: কেরলের ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন তিন শতাধিক মানুষ। সরকারি হিসাবে বন্যার জলে আটকে রয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ। ফলে বানভাসি সেই সব মানুষকে উদ্ধারের কাজে নেমেছে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন। যেগুলির সদস্যরা প্রাণ হাতে নিয়ে নিরলস ভাবে চালিয়ে যাচ্ছেন সাধ্যমতো প্রচেষ্টা। সেই সমস্ত আবেগঘন মুহূর্তের ছবি-ভিডিও নেটদুনিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে সর্বত্র।

রবিবার বন্যাদুর্গত মানুষের উদ্ধারকারী দলের এক সদস্যের আত্মত্যাগের তেমনই এক ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। ত্যাগ ও মানবসেবায় কতটা গভীর ভাবে নিজেকে নিয়োজিত করতে পারলে এমন ভাবে অচেনা-অজানা মানুষের সাহায্যার্থে ‘পিঠ’ বাড়িয়ে দেওয়া যায়, তা অনুধাবন করতে এই ভিডিওই যথেষ্ট।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, উদ্ধারকারী বোটে যাতে মহিলারা সহজে উঠতে পারেন, সে দিকে নজর দিয়েই ওই স্বেচ্ছাসেবক দুই হাত আর দুই পায়ে ভর করে উপুড় হয়ে বসেছেন। আর তাঁর পিঠে পা দিয়েই ‘জীবননৌকা’য় উঠে বন্যার্তদের মুখে চওড়া হাসির প্রলেপ। প্রাণ ফিরে পেয়ে কেউ কেউ তো পায়ের চটি জোড়াও খুলতে ভুলে গেলেন। আবার কেউ সহজে বোটে তুলে দেওয়া সম্ভব শিশুকেও তাঁর পিঠে চড়াতে উদ্যত হলেন। পাশ থেকে এক জন সেই শিশুকে নিজেই তুলে দিলেন বোটে।

দিলেই হতো, সারা পৃথিবীর না হোক, বোট থইথই মানুষের ভার নিতে তো সক্ষম সেই পিঠ! দেখুন ভিডিওয়-


আরও পড়ুন: কেরল বন্যা লাইভ: সোমবার থেকে কমবে বৃষ্টি, আশার আলো জাগাল আবহাওয়া দফতরের পূর্বাভাস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন