নয়াদিল্লি: দুর্নীতি ইস্যুতে কংগ্রেসেকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করে দলের সাংসদদের উদ্দেশে মোদী বলেন, কালো টাকা উদ্ধার আর দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল।
শুক্রবার বিজেপির সংসদীয় দলের মিটিং-এ কংগ্রেসের উদ্দেশে ব্যঙ্গ করে মোদী বলেন, “আগে বিরোধীরা ২জি, কয়লা দুর্নীতি নিয়ে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হত, কিন্তু এখন কেন্দ্রীয় সরকারই কালো টাকা আর দুর্নীতি বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে।” এর পর মোদী বলেন, “কংগ্রেসের কাছে দেশের আগে বড়ো নিজেদের দল, কিন্তু বিজেপির কাছে আগে দেশই বড়ো।” মোদী এ-ও বলেন যে নোট বাতিলের ব্যাপারে ১৯৭১-এ ওয়াংচু কমিটি সুপারিশ করলেও সেটার ব্যস্তবায়নে দেরি হয়ে যাওয়ায় দেশকে অনেক ভুগতে হয়েছিল।
নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করার জন্য ওড়িশা আর বিহারের মুখ্যমন্ত্রীর উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন মোদী। তাঁর কথায়, “এই সিদ্ধান্তকে যিনিই সমর্থন করবেন আমাদের তাঁদের সঙ্গে নিয়েই চলতে হবে।” নগদহীন অর্থনীতি আর ডিজিটাল লেনদেনের সুবিধার ব্যাপারেও সাংসদদের বার্তা দেন প্রধানমন্ত্রী।