ওয়েবডেস্ক: বিজেপি-বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম নিয়ে বিশদ জলঘোলা হয়েছে। কংগ্রেসের নেতৃত্বে মহাজোট গঠনের পরিকল্পনাও ধাক্কা খেয়েছে উত্তরপ্রদেশে এসপি-বিএসপি জোটের আসনবণ্টনে। এর পরে ফের বুধবার রাহুল গান্ধীকে মহাজোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি।

জিতনরামের এইচএএম বিহারে জোট গড়ছে কংগ্রেসের সঙ্গে। ওই জোটে রয়েছে লালুপ্রসাদ যাদবের আরজেডিও। আসন বণ্টনের গুরুত্বপূর্ণ বৈঠকে আয়োজিত হচ্ছে নয়াদিল্লিতে। সেখানে যাওয়ার আগে পটনায় বসে সংবাদ মাধ্যমের কাছে নিজের আশার কথা ব্যক্ত করেন জীতন।
সূত্রের খবর, বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে এইচএএম ২টি আসনে প্রার্থী দিতে পারে। যদিও কংগ্রেসের তরফে সেই দাবি মানা হবে কি না, তা ওই বৈঠকেই স্থির হবে। কারণ, কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এইচএএমের ২টি আসনের দাবি নিয়ে সদর্থক কোনো বার্তা দিতে পারেননি। জিতন বলেন, এ বারের লোকসভা ভোটে যে বিজেপি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আগামী বারের জন্য ওই পদে তুলে ধরছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক একই ভাবে মহাজোটেরও প্রয়োজন কোনো একটি মুখকে সামনে তুলে ধরা।
[ আরও পড়ুন: লোকসভায় কি প্রার্থী হচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা? ]
একই সঙ্গে তিনি বলেন, “মহাজোট বলা হোক বা ইউপিএ অথবা অন্য কোনো নামেই ডাকা হোক, আমি ব্যক্তিগত ভাবে মনে করি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরা প্রয়োজন”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।