umang bedi dailyhunt

ওয়েবডেস্ক: সভাপতি হিসেবে খবরের অ্যাপ ডেলিহান্টে যোগ দিলেন ফেসবুক ইন্ডিয়ার প্রাক্তন প্রধান উমাঙ্গ বেদী। গত জানুয়ারিতে ফেসবুক থেকে পদত্যাগ করেন উমাঙ্গ।

ডেলিহান্টের তরফ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীর সংখ্যা এবং মাসিক আয় বাড়ানোর লক্ষ্যেই উমাঙ্গকে নিয়োগ করেছে তারা। মাসে প্রায় ৮ কোটি ব্যবহারকারী রয়েছে ডেলিহান্টের। ডেলিহান্টে যোগ দেওয়ার ব্যাপারে উমাঙ্গ বলেন, “ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়ানো, আয় বাড়ানোই আমার উদ্দেশ্য।”

উল্লেখ্য, ফেসবুক ইন্ডিয়ার প্রধান হওয়ার আগে আডোব, ইন্টুইট এবং সিমান্টিকের মতো বহুজাতিক সংস্থারও নেতৃত্ব দিয়েছেন উমাঙ্গ। আগামী কয়েক বছরের মধ্যে ভারতের ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে নিজেদের প্রভাব আরও বাড়াতে চায় ডেলিহান্ট। উমাঙ্গের হাত ধরে সেই লক্ষ্য পূরণ হবে বলে জানিয়েছে এই নিউজ অ্যাপের সংস্থাটি।

২০০৯ সালে চালু হয়েছিল ডেলিহান্ট। ১৪টা ভাষায় প্রায় হাজারটি খবর-সংস্থার খবর প্রকাশ করে তারা। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলায় প্রথম সারির নিউজ পোর্টাল খবর অনলাইন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here