yashwant sinha

ওয়েবডেস্ক: দীর্ঘ দিন ধরেই বিজেপির সমালোচনায় মুখর ছিলেন প্রবীণ বিজেপি নেতা যশবন্ত সিন্‌হা। তাঁর সঙ্গে যে বিজেপির দূরত্ব কয়েক যোজনের ফারাক তৈরি করে দিয়েছিল তা তাঁর সাম্প্রতিক কার্যকলাপেই স্পষ্ট হয়ে যাচ্ছিল। শনিবার আনুষ্ঠানিক ভাবে দলত্যাগের কথা ঘোষণা করলেন এই প্রাক্তন অর্থমন্ত্রী।

পটনার একটি অনুষ্ঠানে যশবন্ত বলেন, “আমি বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। রাজনীতি থেকে আমি সন্ন্যাস নিলাম”।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা কেন্দ্রের এনডিএ সরকারের প্রতি তোপ দেগে চলেছেন গত সেপ্টেম্বর মাস থেকেই। এ বছরের শুরুতেই তিনি তৈরি করে ফেলেছেন ‘রাষ্ট্রীয় মঞ্চ’ নামে একটি প্রতিবাদী সংগঠনের। যেখানে বিরোধী রাজনৈতিক দলের অনেক হেভিওয়েট নেতৃত্বই সশরীরে হাজির তাঁকে সমর্থন জানাতে সশরীরে উপস্থিত হয়েছেন। এমনকী শত্রুঘ্ন সিন্‌হার মতো বিজেপি সাংসদও তাঁর পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: ‘বিরোধীরা একজোট হলে বিজেপির পরাজয় সময়ের অপেক্ষা’, দলকে ফের বিঁধলেন যশবন্ত

শনিবার যশবন্ত অভিযোগ করেন, বর্তমানে দেশে গণতন্ত্র বিপন্ন। এমন অবস্থায় কেন্দ্রের শাসক দলকে একাধিক বার সতর্ক করার চেষ্টা করলেও ক্ষমতার দম্ভে তাতে কর্ণপাত করা হচ্ছে না। ফলে বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করে তুলতেই এ বার স্পষ্ট ভাবে দল ছাড়ার কথা ঘোষণা করে দিলেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here