নয়াদিল্লি: দেশ জুড়ে শিশুদের মধ্যে ড্রাগ এবং মদের আসক্তি বেড়েই চলেছে। এই সমস্যা কমাতে কেন্দ্রকে প্রয়োজনীয় অ্যাকশন প্ল্যান নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে কেন্দ্রকে ৬ মাস সময় দিয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি টি এস ঠাকুর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চ বলেছে, অল্প বয়সে মদ এবং ড্রাগের নেশা থেকেই ভবিষ্যতে এরা ড্রাগ পাচারের মতো অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ে। সারা দেশ জুড়ে সমস্যা কতটা ব্যাপক ভাবে ছড়িয়েছে, সেই নিয়ে কেন্দ্রকে একটি সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
Landmark judgement passed by SC in response to writ filed by BBA. Millions of children vulnerable to substance abuse will now be protected. pic.twitter.com/4dKf0WsVKo
— Kailash Satyarthi (@k_satyarthi) December 14, 2016
নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর ২০১৪ সালে ফাইল করা এক আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে। ওই আবেদনে মাদকাসক্ত শিশুদের পুনর্নিবাসন এবং তাদের জন্য নেশা-দূরীকরণ কেন্দ্র গড়ারও প্রস্তাব দেন সত্যার্থী।