Rashtrapati Bhavan

ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি ভবনের পরিচাকদের কোয়ার্টারে একজনের মৃতদেহ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। ওই কোয়ার্টার থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে পার্শ্ববর্তী কোয়ার্টারে বাসরত কর্মীরা গত বৃহস্পতিবার রাতে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘরটি ভিতর থেকে বন্ধ করা ছিল। একই সঙ্গে তাদের অনুমান, মৃতদেহটি চার-পাঁচ দিনের পুরনো।

জানা গিয়েছে, মৃতের নাম ত্রিলোকচাঁদ। তিনি রাষ্ট্রপতির সচিবালয়ে কর্মরত ছিলেন। কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ অনুমান করছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ত্রিলোকচাঁদের মৃত্যু হতে পারে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here