পুলওয়ামা: আবার পুলওয়ামা, আবার জঙ্গি আতঙ্ক! তবে এ বার হাসি নিরাপত্তাবাহিনীর মুখে। রাতভর গুলির লড়াইয়ে নিহত হল চার লস্কর জঙ্গি। এই ঘটনায় আহত হয়েছেন দুই জওয়ান এবং এক পুলিশকর্মীও।
পুলওয়ামা হামলার পর থেকেই ওই জেলার বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান চালাচ্ছে সেনা। রবিবার রাতেই গোপন সূত্রে খবর আসে লসিপোরায় বেশ কিছু লস্কর জঙ্গি আত্মগোপন করে আছে। তার পরেই অভিযানে নামে সেনা এবং পুলিশের যৌথ বাহিনী।
আরও পড়ুন: ৮ ঘণ্টায় ১৯ ভূমিকম্প ভারতের মাটিতে, বড়ো কম্পন ও সুনামির আশঙ্কায় তীব্র আতঙ্ক!
তবে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানোর সময়েই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। রাতভর দু’পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলে। সেই সংঘর্ষেই ৪ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন শ্রীনগরের প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া। এই গুলির লড়াইয়ে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা এখন বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।