Homeখবরদেশজিরিবামে গ্রামে জঙ্গি হামলা, নতুন করে হিংসা ছড়াল মণিপুরে

জিরিবামে গ্রামে জঙ্গি হামলা, নতুন করে হিংসা ছড়াল মণিপুরে

প্রকাশিত

শনিবার নতুন করে হিংসা ছড়িয়ে পড়েছে মণিপুরে। এ দিন ভোরের দিকে জিরিবাম জেলার একটি গ্রামে জঙ্গিদের হামলার খবর পাওয়া যায়। একজন সরকারি আধিকারিক জানান, জঙ্গিরা আধুনিক অস্ত্র ব্যবহার করে বোরোবেকরা থানার আশপাশের একটি গ্রামে ভোর ৫টা নাগাদ গুলি চালায় এবং বোমা ছোড়ে।

ওই সরকারি আধিকারিক আরও জানান, সিআরপিএফ এবং পুলিশের সদস্যরা দ্রুত পাল্টা প্রতিরোধ করে। এর পরে উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। অতিরিক্ত নিরাপত্তা বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এখনও পর্যন্ত গুলির লড়াইয়ে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সংঘর্ষ শুরু হতেই নিরাপত্তা বাহিনী প্রবীণ, নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বোরোবেকরা এলাকা জিরিবাম শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। এটি ঘন জঙ্গল এবং পাহাড়ি এলাকার মধ্যে অবস্থিত।

গত বছর মে মাসে জাতিগত হিংসার ঘটনা শুরু হওয়ার পর থেকে এই এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি, মেইতেই ও কুকি সম্প্রদায়ের বিধায়কদের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কয়েকদিন পরই এই হিংসা ছড়িয়ে পড়ে।

ইম্ফল ইস্টে দুই জঙ্গি গ্রেফতার

ইম্ফল পূর্ব জেলার পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মণিপুরের ইম্ফল ইস্ট জেলার পুরেইরোম্বা খংনাঙখং এলাকায় দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন মুতুম ইনাও সিং এবং খোয়ারাকপাম রাজেন সিং। এঁরা নিষিদ্ধ কাংলাইপাক কমিউনিস্ট পার্টির (পিপলস ওয়ার গ্রুপ) সদস্য বলে জানা গিয়েছে।

মেইতেই-কুকি নেতাদের বৈঠক

গত ১৫ অক্টোবর, মণিপুরের মেইতেই, কুকি এবং নাগা সম্প্রদায়ের প্রায় ২০ জন বিধায়ক দিল্লিতে প্রথম বার বৈঠকে মিলিত হন। গত ১৭ মাসের জাতিগত হিংসার ঘটনা বন্ধে শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভার স্পিকার থোকচোম সত্যব্রত সিং, টংব্রাম রবিন্দ্র এবং মেইতেই পক্ষের বসন্তকুমার সিং। কুকি পক্ষের মন্ত্রী লেটপাও হাওকিপ এবং নেমচা কিপজেন ছাড়াও নাগা সম্প্রদায়ের বিধায়ক রাম মুয়িভাহ, আওয়াংবাও নিউমাই এবং এল দিখো উপস্থিত ছিলেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।