হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়ত। বুধবার তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি জঙ্গলে দুর্ঘটনার কবলে পড়ে সেনার এমআই- ১৭ হেলিকপ্টার। তাতে ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়ত। হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি।
সাম্প্রতিক ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় আরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের কথা, যাঁরা অতীতে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।
সঞ্জয় গান্ধী

তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোটো ছেলে সঞ্জয় গান্ধী ১৯৮০ সালে দিল্লির সফদরজং বিমানবন্দর থেকে আকাশে ওড়ার পর একটি বিমান দুর্ঘটনায় মারা যান।
ওয়াইএস রাজশেখর রেড্ডি

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মৃত্যু হয়েছিল হেলিকপ্টার দুর্ঘটনায়। ওয়াইএসআর-এর হেলিকপ্টারটি অন্ধ্রপ্রদেশের চিতুর জেলায় যাওয়ার সময় একটি জঙ্গলে বিধ্বস্ত হয়। ২০০৯ সালে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পরে তাঁর দেহের সন্ধান পাওয়া যায়।
মাধবরাও সিন্ধিয়া

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়া ২০০১ সালে একটি সমাবেশে ভাষণ দিতে কানপুরে যাওয়ার সময় একটি সেসনা বিমান দুর্ঘটনায় মারা যান।
জিএমসি বালাযোগী

লোকসভার স্পিকার এবং তেলুগু দেশম নেতা জিএমসি বালাযোগী ২০০২ সালে অন্ধ্রপ্রদেশের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।
ওপি জিন্দল

হরিয়ানার তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী এবং একজন শীর্ষস্থানীয় শিল্পপতি ওপি জিন্দল এবং রাজ্যের কৃষিমন্ত্রী সুরেন্দ্র সিংহের মৃত্যু হয় কপ্টার দুর্ঘটনায়। ২০০৫ সালে সাহারানপুরের কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে তাঁদের হেলিকপ্টারটি ধ্বংস হয়।
সুরেন্দ্র নাথ

১৯৯৪ সালে পঞ্জাবের গভর্নর সুরেন্দ্র নাথ এবং তাঁর পরিবারের ন’জন সদস্য মারা যান বিমান দুর্ঘটনায়। সে সময় তিনি হিমাচলের ভারপ্রাপ্ত রাজ্যপালের দায়িত্বেও ছিলেন।
দর্জি খান্ডু

২০১১ সালে চিন সীমান্তের কাছে মৃত অবস্থায় পাওয়া যায় অরুণাচলের মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুকে। তাঁর ব্যবহৃত হেলিকপ্টারটি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল।
আরও পড়তে পারেন:
১৭ তোপধ্বনিতে শেষকৃত্য, বিপিন রাওয়তকে শেষ শ্রদ্ধা জানাতে ভাঙল রাজনীতির জাল
কেরলে বার্ড ফ্লু’র সংক্রমণ, আক্রান্ত ২৬
পঞ্জাব বিধানসভা ভোট: আপের প্রার্থীতালিকায় বড়ো চমক, ৩০ জনের মধ্যে রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরেও অনুমতি দিল না বিদেশমন্ত্রক