অনলাইনে পাওয়া যাবে নীরব মোদীর রোলস রয়েস, সোনা-হিরে বসানো হাতঘড়ি

0
Nirav Modi
নীরব মোদী। ফাইল ছবি

মুম্বই: গত মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) পেশাদার নিলাম সংস্থা স্যাফরোনাটকে নিয়োগ করেছে। মূলত দু’টি বিক্রয়পর্ব, ২৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ‘স্প্রিং লাইভ অকশন’ এবং ৩ থেকে ৪ মার্চ ‘স্প্রিং অনলাইন অকশন’-এ পলাতক ব্যবসায়ী নীরব মোদীর কাছ থেকে বাজেয়াপ্ত করা মোট ১১২টি লট প্রদর্শিত হবে। ওই নিলামে শীর্ষস্থানীয় ও সমসাময়িক ভারতীয় শিল্পীদের উল্লেখযোগ্য শিল্পকর্ম এবং বিলাসবহুল ঘড়ি, হ্যান্ডব্যাগ এবং গাড়িগুলির দুর্দান্ত কালেকশন রয়েছে।

জানা গিয়েছে, স্প্রিং লাইভ নিলামে ৪০টি লট প্রদর্শিত হবে যার মধ্যে রয়েছে ১৫টি শিল্পকর্ম। যেগুলির মধ্যে আবার রয়েছে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী, অমৃত শের-গিলের ‘বয়েজ উইথ লেমনস’ শীর্ষক একটি সৃষ্টি, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১২-১৮ কোটি টাকা।

প্রথমবার নিলামের বাজারে প্রদর্শিত এই চিত্রকর্মটি সম্ভবত চিত্রিত করা হয়েছিল যখন শের-গিল সিমলায় তাঁর পারিবারিক বাড়িতে ফিরে এসেছিলেন এবং এমন একটি সময়কে উপস্থাপন করেছিলেন যখন তিনি ভারতীয় অনুভূতিতে গভীর ভাবে উদ্ভূত বিষয়গুলি অনুসন্ধান করে নিজের পরিচয় তুলে ধরার চেষ্টা করছেন।

লাইভ নিলামটিতে ফরাসি লাক্সারি পণ্য প্রস্তুতকারক হার্মিসের আইকনিক বার্কিন এবং কেলি লাইন-সহ বেশ কয়েকটি ব্র্যান্ডযুক্ত হ্যান্ডব্যাগগুলি প্রদর্শিত হবে। রয়েছে পাতেক ফিলিপের একটি সোনা এবং হিরেখচিত হাতঘড়ি, দাম ৫৫-৭০ লক্ষ টাকা। অন্য দিকে রোলস রয়েস গোস্টের আনুমানিক দাম ৭৫-৯৫ লক্ষ টাকা। এটি ২৭ ফেব্রুয়ারি নিলামে উঠবে।

পাকিস্তানের স্কুলে বোমা বিস্ফোরণ, নেপালে ভূমিকম্প! ৩৫ বছর ধরে প্রত্যেক শনিবার ধর্মঘট ভারতের তিন জেলার আইনজীবীদের

গত জানুয়ারিতে জামিনের শুনানির জন্য নীরব মোদীকে লন্ডনের একটি আদালতে পেশ করা হয়। তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হলে আত্মহত্যা করবেন। লন্ডনের আদালতে এমনই হুমকি দিয়েছিলেন পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত ব্যবসায়ী নীরব। তবে আদালত তাঁর জামিনের সেই আবেদন অবশ্য খারিজ করে দেয়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন