Homeখবরদেশ'লালবাগছা রাজা'-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

প্রকাশিত

মরাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজ ও পরে বালগঙ্গাধর তিলকের হাত ধরে জনপ্রিয়তা লাভ করে গণেশ পুজো। আজ ‘গণপতি বাপ্পা মোরিয়া’-র ডাক চারিদিকে ছড়িয়ে গেছে। মহারাষ্ট্রের আঙিনা ছেড়ে আজ দেশের প্রায় প্রতিটি কোণায় কোণায় সর্বজনীন রূপ পেয়েছে গণপতির আরাধনা। মহারাষ্ট্রের বিশেষ করে মুম্বইয়ের গণেশ মহোৎসব চাক্ষুষ করতে দেশ-বিদেশ থেকে মানুষ ছুটে আসেন। বাণিজ্যনগরী মুম্বইয়ে অসংখ্য গণেশ পুজোর প্যান্ডেল যা মরাঠি ভাষায় মণ্ডল হয়। এরমধ্যে বিখ্যাত হল লালবাগছা রাজা বা লালবাগের রাজা। বহু প্রাচীন এই সর্বজনীন গণেশ পুজো। অনেকেই লালবাগছা রাজাকে নবসাছা গণপতি নামেও ডাকেন। মরাঠি ভাষায় এর অর্থ ইচ্ছাপূরণকারী গণেশ। বিশালাকৃতির গণপতি বাপ্পার অত্যন্ত ধূমধাম করে পুজো হয় এখানে। লালবাগের রাজার সামনে নতমস্তকে শ্রদ্ধা জানাতে দেখা যায় সপরিবারে ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি থেকে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের মতো তাবড় সেলেবদের।

প্রচলিত নিয়ম অনুযায়ী বাংলার মতো একদিনে নয় মহারাষ্ট্রে ১০ দিন ধরে উদযাপন করা হয় গণেশ পুজো। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয়ে পুজো চলে চতুর্দশী তিথি পর্যন্ত। মুম্বইয়ের গিরগাঁওয়ের পুতলাবাঈ চলের কাছে লালবাগছা রাজার বিশালাকৃতির গণপতিকে পুজোর দ্বিতীয় দিন থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত দর্শন করা যায়। ‘লালবাগের রাজার’ উচ্চতা প্রায় ১৮-২০ ফুট। প্রত্যেক বছর সাড়ম্বরে প্রতিমার উন্মোচন হয়। সবচেয়ে আকর্ষণ হল বিসর্জনের অনুষ্ঠান। প্রতি বছর লক্ষাধিক মানুষের জনসমাগম ঘটে এই পুজোয়।

এবছরও ১২ ফুটের বিশালাকৃতির গণপতি মূর্তি স্থাপন করা হয়েছে। মেরুন রঙের ধুতি পরানো হয়েছে গণেশ ঠাকুরকে। অযোধ্যার রামমন্দিরের আদলের বিশাল মণ্ডপ তৈরি করেছেন বলিউডের বিখ্যাত আর্ট ডিরেক্টর নিতিন চন্দ্রকান্ত দেশাই। এবছর এই পুজোর বিমার মূল্য প্রায় ৩২.৭৬ কোটি টাকা। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ‘লালবাগছা রাজা’-কে ২০ কিলো ওজনের সোনার মুকুট নিবেদন করেছেন।

প্রাচীন রোমান দেবতা জানুস, জাপানের ‘কাঙ্গিতেন’, তাইল্যান্ডের ‘ফ্রা ফিকানেত’, এমন অনেকের সঙ্গেই মিল আমাদের গণেশের

এই পুজোর ইতিহাস ঘাঁটাঘাঁটি করলে দেখা যায়, ১৯ শতকের গোড়ার দিকে ওই অঞ্চলে ১০০টি’র বেশি পোশাককল ছিল। তিরিশের দশকের আশপাশে পোশাকশিল্পে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয়। বহু মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। এক সময় পোশাককলের জন্য গিরগাঁও অঞ্চল ‘কাপড় কলের গ্রাম’ বলে পরিচিত ছিল। স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায় স্থানীয় বাসিন্দাদের একটা জমি দান করে। সেই জমির এখনকার নাম হল লালবাগ মার্কেট। স্থানীয় বাসিন্দারা ক্ষতির হাত থেকে পরিত্রাণ পেতে তাঁদের আরাধ্য দেবতা গণেশ পুজো শুরু করেন। গণপতির আর্শীবাদে আবার লাভের মুখ দেখে পোশাক শিল্প। ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার পর জমির একটা অংশ সার্বজনিক গণেশ মণ্ডলকে দান করেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই প্রতি বছর হয় পুজো।

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

আরও পড়ুন

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

৩৭০ ধারা বাতিলের পর প্রথম জম্মু ও কাশ্মীর নির্বাচনে কংগ্রেস-এনসি জোটের দাপট

জম্মু ও কাশ্মীরে প্রথম নির্বাচনে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোটের বিপুল অগ্রগতি। বিজেপি ২৭ আসনে এগিয়ে, এবং পিডিপি দুই আসনে এগিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?