gauri lankesh

ওয়েবডেস্ক: ২০১৬ সালেই গৌরী লঙ্কেশ-সহ মুক্তমনা আরও ৩৪ জনকে খুন করার পরিকল্পনা করে ফেলা হয়েছিল। এমনই জানা গিয়েছে গৌরী হত্যায় ধৃত এক অভিযুক্তের থেকে পাওয়া একটি ডায়রি থেকে।

গৌরী হত্যায় অভিযুক্ত হিন্দু জনজাগৃতি সমিতির প্রাক্তন সদস্য অমল কালের কাছ থেকে এই ডায়রি উদ্ধার করা হয়েছে। সেই ডায়রিতে দেখা গিয়েছে কাদের খুন করা হবে তার দু’টি তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে একটি তালিকায় দু’নম্বরে ছিল গৌরীর নাম। এক নম্বরে রয়েছে বিখ্যাত অভিনেতা গিরীশ কড়নাডের নাম।

যাঁদের নাম এই তালিকায় রয়েছে প্রত্যেকের জন্যই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বেশির ভাগই মহারাষ্ট্র এবং কর্নাটকের বাসিন্দা।

গিরীশ কড়নাড

তদন্তে জানা গিয়েছে, গৌরীর মতোই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যই বাকিদের নাম এই ‘হিটলেস্টে’ রয়েছে। সব থেকে আশ্চর্যের হল একটি তালিকায় ৮ নম্বরে নাম রয়েছে একটি হিন্দু মঠের প্রধানেরও। কুসংস্কারের বিরুদ্ধে কথা বলায় মঠ প্রধান নিন্দুমামিদী স্বামীজিকে টার্গেট করা হয়েছে, এমনই জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন ‘ধর্ম বাঁচানোর জন্য গৌরী লঙ্কেশকে খুন করেছি’, জেরায় বলল পরশুরাম ওয়াঘমোড়ে

এ দিকে গৌরীর হত্যায় জড়িত থাকার সন্দেহে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে ধৃতের সংখ্যা ১০-এ পৌঁছোল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here