শীঘ্রই স্কুলে ফিরবে চার বছরের মনুশ্রী, হার্টের অস্ত্রোপচারে হাত বাড়ালেন গৌতম আদানি

0

লখনউ: হৃদযন্ত্রে ছিদ্র রয়েছে চার বছরের মনুশ্রীর। দিনে দিনে কার্যত মৃত্যুর সঙ্গে লড়াই করছে একরত্তি। পরিবারের আর্থিক সামর্থ্যই নেই যথাযথ চিকিৎসা করানোর। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি (Gautam Adani)।

উত্তরপ্রদেশের লখনউয়ের সরোজিনীনগর এলাকার বাসিন্দা বছর চারেকের মনুশ্রী। জন্মের পর থেকেই তার হৃদযন্ত্রে একটি ছিদ্র রয়েছে। বয়স বাড়ার সঙ্গেই সেই ছিদ্রের আকার ক্রমশ বাড়ছে। ফলে এখন অস্ত্রোপচারই একমাত্র রাস্তা। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের জন্য লক্ষাধিক টাকার প্রয়োজন। এমন পরিস্থিতিতে মনুশ্রীর চিকিৎসার পুরো খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন আদানি।

গৌতম আদানি টুইটারে লেখেন, “মনুশ্রী খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। শীঘ্রই নিজের স্কুলে ফিরে যাবে। নিজের বন্ধুদের সঙ্গে আবার খেলতে পারবে সে”।

টুইটে এই সম্পর্কে তথ্য দিয়ে আদানি জানান, “আমি আদানি ফাউন্ডেশনকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার বিষয়ে নিশ্চিত করেছি”। সোশ্যাল মিডিয়া থেকেই যে মনুশ্রীর ঘটনা তাঁর নজরে পড়েছিল, সে কথা স্পষ্ট বোঝা যায় গৌতম আদানির টুইটেই। যেখানে মনুশ্রীর পরিবারের আর্থিক অবস্থার কথা জানিয়ে একটি ইউপিআই কোড-ও শেয়ার করা হয়েছিল।

ছোট্ট শিশুটিকে সাহায্য করার জন্য আদানির প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে নেটমাধ্যম। এক টুইতারিয়েত লেখেন, “আপনার এই ধরনের উদারতা এবং ভালো কাজ ভবিষ্যতে এই ধরনের কাজ করতে আমাদের আরও অনুপ্রাণিত করবে”। আরেক জন লেখেন, “আপনাকে (আদানি) আমার হৃদয় থেকে ধন্যবাদ”।

বলে রাখা ভালো, মঙ্গলবার (১৫ নভেম্বর) লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (SGPGI) হাসপাতালে মনুশ্রীর হার্টের অস্ত্রোপচার হবে। সোমবারই হাসপাতালে ভর্তি করা হচ্ছে তাকে। এর জন্য প্রায় ১.২৫ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, আদানি গ্রুপের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শাখা আদানি ফাউন্ডেশন (Adani Foundation)। ভারতে কোভিড মহামারির ত্রাণকার্যে সহায়তার জন্য তারা ১২২ কোটি টাকা অনুদান দিয়েছিল বলে একটি রিপোর্টে প্রকাশ। ২১ অক্টোবর প্রকাশিত এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানট্রফি লিস্ট ২০২২ (EdelGive Hurun India Philanthropy List 2022)-এ সপ্তম স্থানে রয়েছেন গৌতম আদানি। স্বাস্থ্যসেবা এবং শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে ওই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি (Mukesh Ambani)।

আরও পড়ুন: বাথরুমে যেতে চাইতেই মত্ত বাবার চড়, আনন্দপুরে শিশু খুনে উঠে এল আরও তথ্য

বিজ্ঞাপন