পরিচয়পত্র হিসাবে ব্যবহার হওয়া ইউনিক আইডেনটিফিকেশন নম্বর ও বায়োমেট্রিক তথ্য সম্মিলিত আধার কার্ড সংশোধনে নিয়ম আরও কড়াকড়ি করা হচ্ছে। আধার কার্ডে সামান্যতম সংশোধন করতে হলেই লাগবে গেজেট বিজ্ঞপ্তি। যার প্রথম আধার কার্ড হবে তার ক্ষেত্রেও এই বিধি প্রযোজ্য হবে। নানা ধরনের জালিয়াতি ঠেকাতে এবং আধার কার্ডকে একেবারে সঠিক করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) সাম্প্রতিক একটি নির্দেশিকা অনুযায়ী, কেউ যদি তাঁর আধার কার্ডে নামের বানান বা পদবি বদল করতে চান তা হলেও লাগবে গেজেট বিজ্ঞপ্তি। এ ছাড়াও নাম বদলের আবেদন করলে পুরনো নামের সাপেক্ষে প্রয়োজনীয় পরিচয়পত্র হিসাবে প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, সচিত্র এসএসএলসি (সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট) বই, পাসপোর্ট জমা দিতে হবে।
মাত্র দু’ বার আধার কার্ডে নাম বদলানো যায়। আধার কার্ডের জালিয়াতি রুখতে এই কড়া ব্যবস্থা বলে জানিয়েছে ইউআইডিএআই। তবে আধার কার্ডের ঠিকানা বদল করতে চাইলে ঠিকানার প্রমাণপত্র হিসাবে ছবি-সহ কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাসবুকের কপি জমা দিতে হবে। এ ক্ষেত্রে ব্যাঙ্ক ম্যানেজারের ইস্যু করা শংসাপত্র লাগবে।
জন্মতারিখ সংশোধনের নিয়মে কড়াকড়ি করা হয়েছে। ১৮ বছরের কমবয়সিদের ক্ষেত্রে রাজ্যের সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের ইস্যু করা জন্মের শংসাপত্র থাকতে হবে। সে ক্ষেত্রে পাসপোর্ট বা এসএসএলসি বই বৈধ প্রমাণপত্র হিসাবে গণ্য হবে না। তবে ১৮ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁদের ক্ষেত্রে এই বিধি একটু শিথিল করা হয়েছে। সে ক্ষেত্রে এসএসএলসি বুকের কভার পেজ, ঠিকানা লেখা পেজ ও পর্ষদ সচিবের সই ও সীলমোহর দেওয়া মার্কশিটের প্রতিলিপি জমা দিলে চলবে।