gold
ওয়েবডেস্ক : ধনতেরাস আর দীপাবলির সময় সোনা বা রুপোর দ্রব্য কেনার একটা ঢল বর্তমানে প্রায় সব মানুষের মধ্যেই রয়েছে। দাম যাই হোক, নিজেদের সাধ্যমতো একটু হলেও তা সংগ্রহ করতেই হবে। এমনই একটি মানসিকতা। সেই দিক থেকে এই দু’ তিন দিন দুই ধাতুর বিক্রিও হয় প্রচুর। এই বছরও তার অন্যথা নেই। তবে ধনতেরাস আর দীপাবলি চলে গেলেও সোনা কেনার আগ্রহ তো চলে যায়নি। তাই যাঁদের এখনও কেনা হয়নি তাঁদের জন্য সুখবর। দাম কমেছে সোনা আর রুপোর।
সোনার দাম যা ছিল তার থেকে কমেছে ২১০ টাকা। কমে দশ গ্রাম সোনার দাম হয়েছে ৩২৪০০ টাকা।
রুপোর দাম কমেছে ৩০০ টাকা প্রতি কিলোগ্রামে। অর্থাৎ এক কিলোগ্রাম রুপোর দাম এখন ৩৯০০০ টাকা।

যাত্রীবাহী বাস উড়িয়ে দিল মাওবাদীরা, মৃত কমপক্ষে ৫

বিশুদ্ধতা অনুযায়ী সোনা দু’ রকমের হয়। ২২ ক্যারেট আর ২৪ ক্যারেট।  দাম কমে দাঁড়িয়েছে —- ২৪ ক্যারেট অর্থাৎ ৯৯.৯% বিশুদ্ধ ১০ গ্রাম সোনার দাম  ৩২৪০০ টাকা। ২২ ক্যারেট অর্থাৎ ৯৯.৫% বিশুদ্ধ ১০ গ্রাম সোনার দাম  ৩২২৫০ টাকা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here