বিধ্বস্ত গোমুখ, গতিপথ পালটাচ্ছে ভাগীরথী

0
shyamal bairagi edited
শ্যামল বৈরাগী

ভয়াবহ দুর্যোগের মুখোমুখি গোমুখ। গঙ্গোত্রী গ্লেসিয়ারের গোমুখ অঞ্চল ভেঙে পড়েছে। মনে করা হচ্ছে সেটি পিছিয়েও গিয়েছে অনেকখানি।

এখনও ধস নেমে চলেছে। প্রবাহের দিক পালটে ফেলেছে ভাগীরথীও। সে এখন একদম ডান দিকের পাড় ঘেঁষে বইছে। ওই দিকের পাড়ও ভাঙছে। ফলে পুরোনো পথে আর গোমুখ পর্যন্ত পৌঁছোনো সম্ভব নয়। কাজেই ভেতরের দিকে আর ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেটা এখনই বলা অসম্ভব। ওই পথে সমস্ত ট্রেক আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

gaumukhশুধুমাত্র পর্বতারোহী আর সৈন্যদলকে ছাড় দেওয়া আছে। তবে সব কিছু স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। এ বার ভুজবাসা থেকেই ঝুলায় করে নদী পার হয়ে যেতে হবে। নতুন রুট খুলতে এখনো মাস খানেকের ধাক্কা।

বিজ্ঞাপন