Homeখবরদেশমোবাইলের ট্যারিফ বৃদ্ধিতে মদত আছে সরকারের? স্পষ্ট করল কেন্দ্র

মোবাইলের ট্যারিফ বৃদ্ধিতে মদত আছে সরকারের? স্পষ্ট করল কেন্দ্র

প্রকাশিত

টেলিকম সংস্থাগুলির মোবাইলের ট্যারিফ বৃদ্ধি নিয়ে অস্বস্তিতে গ্রাহকরা। এরই মধ্যে নতুন বিতর্ক। একটি মহলের দাবি, একতরফা ভাবে মোবাইলের ট্যারিফ বৃদ্ধিতে বড় টেলিকম সংস্থাগুলিকে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে, সরকারি ভাবে এমন দাবিকে পুরোপুরি নস্যাৎ করা হয়েছে।

মোবাইলের ট্যারিফ বাড়তেই জল্পনা শুরু হয়, রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া-কে একতরফাভাবে কোনো নিয়ম ছাড়াই শুল্ক বৃদ্ধির অনুমতি দিয়েছে কেন্দ্র। সম্প্রতি তিনটি টেলিকম সংস্থা নিজেদের প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের দাম বাড়িয়েছে। যা ৪ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হয়েছে।

এ ব্যাপারে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তিনটি বেসরকারি টেলিকম সংস্থা এবং একটি সরকারি সংস্থার বর্তমান মোবাইল পরিষেবা বাজারের চাহিদা এবং সরবরাহ শক্তির সঙ্গে সাযুজ্য রেখে পরিচালিত হয়। নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে থেকেই ট্যারিফ নির্ধারিত হয়। নিয়ন্ত্রক সংস্থা বিবৃতিতে বলেছে, সরকার মুক্ত বাজারের সিদ্ধান্তগুলিতে হস্তক্ষেপ করে না কারণ কার্যকারিতাটি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI)-এর এক্তিয়ারের অধীনে এবং শুল্কগুলি সহনশীলতার মধ্যেই থাকে”।

একই সঙ্গে বলা হয়েছে, “মোবাইল পরিষেবার শুল্কের যে কোনও পরিবর্তন প্রথমে টেলিকম সংস্থাগুলির তরফে ট্রাই – কে অবহিত করা হয়। তারা পর্যবেক্ষণ করে দেখে যে এই ধরনের পরিবর্তনগুলি নির্ধারিত নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে রয়েছে কি না।”

ইতিমধ্যে সরকারি কর্মকর্তাদের মন্তব্য উদ্ধৃতি ইকোনমিকস টাইমস – এর প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় সরকার বা টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)-এর হস্তক্ষেপ করার কোনো পরিকল্পনা নেই। তাদের মতে, ভারতীয় সংস্থাগুলির মোবাইল ট্যারিফ এখনও বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় কম। এক সরকারি কর্তা বলেন, টেলিকম কোম্পানিগুলো যাতে পরিষেবার মান বাড়ায়, সেদিকে জোর দেওয়া হচ্ছে।

এই সপ্তাহ থেকে, তিনটি বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার প্ল্যানগুলি আগের তুলনায় ব্যয়বহুল হয়ে উঠেছে। কোম্পানিগুলো মোবাইলের শুল্ক ১১ থেকে ২৫ শতাংশ বাড়িয়েছে। প্রথমত, রিলায়েন্স জিও শুল্ক বাড়ানোর ঘোষণা করেছিল। এরপর ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও শুল্ক বাড়ানোর ঘোষণা করেছে।

আরও পড়ুন: ২৫০০০ টাকার মধ্যে ১০টি বাছাই মোবাইল

সাম্প্রতিকতম

নিরাপত্তা শিকেয়! পুলিশের নাকের ডগা দিয়ে এসএসকেএমএ হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব, মাথা ফাটল রোগীর আত্মীয়ের

কলকাতার এসএসকেএম হাসপাতালে হকি স্টিক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। রোগীর আত্মীয়কে মারধর, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে মুকুট চুরির ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের

খবর অনলাইনডেস্ক: বাংলাদেশের সাতক্ষীরায় যশোরেশ্বরী কালীমন্দির থেকে সোনার মুকুট চুরি হয়ে যাওয়ার ঘটনায় কড়া...

হাওয়ার গতিপথ বদলাচ্ছে, দিনদুয়েকের মধ্যেই বর্ষা বিদায়, তবে বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না

খবর অনলাইনডেস্ক: হাওয়ার গতিপথ বদলাতে শুরু করেছে। দখিনা হাওয়াকে সরিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করেছে...

মুম্বইয়ে খুন অজিতপন্থী নেতা বাবা সিদ্দিকি, লরেন্স বিষ্ণৈ গ্যাংয়ের যোগ থাকার সম্ভাবনা

খবর অনলাইনডেস্ক: সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা...

আরও পড়ুন

মুম্বইয়ে খুন অজিতপন্থী নেতা বাবা সিদ্দিকি, লরেন্স বিষ্ণৈ গ্যাংয়ের যোগ থাকার সম্ভাবনা

খবর অনলাইনডেস্ক: সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা...

ইউএপিএ মামলায় মুক্তি পাবার ৭ মাস পর মানবাধিকার কর্মী ড. জি এন সাইবাবার মৃত্যু

৫৭ বছর বয়সে সাবেক দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোকারাকোন্ডা নাগা সাইবাবার মৃত্যু হয়েছে। ৩,৭৯৯ দিন কারাবাসের পর মুক্তি পেয়েছিলেন তিনি।

অন্ধত্ব তাঁকে দমাতে পারেনি, দৃষ্টিহীন ভূমিকা এখন ইউটিউব ‘কুকিং স্টার’

তিনি শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম। চোখের বিরল অসুখে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত