Homeখবরদেশনিট ২০২৪ পরীক্ষায় প্রশ্ন ফাঁস-অনিয়মের অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্র

নিট ২০২৪ পরীক্ষায় প্রশ্ন ফাঁস-অনিয়মের অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্র

প্রকাশিত

নয়াদিল্লি: নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষাকে কেন্দ্র করে চলমান বিতর্কের মাঝেও কেন্দ্র সরকার তাদের অবস্থান অটুট রাখল। বুধবার, সুপ্রিম কোর্টে কেন্দ্র একটি নতুন হলফনামা পেশ করেছে, যেখানে নিট ২০২৪ পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে তাদের মত জানিয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিটে অনিয়মের অভিযোগের তদন্ত করা হয়েছে। পেশাদার ভাষায় এটিকে ‘টেকনিক্যাল অ্যানালিসিস’ বলা হয়েছে, যা পরিচালনা করেছিলেন আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞরা। সেই বিশ্লেষণের ফলাফলে দেখা গিয়েছে যে, নিট ২০২৪ পরীক্ষায় সর্বত্র বা বৃহৎ স্তরে কোনো বেনিয়ম হয়নি। এছাড়াও, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে স্থানীয় বা বিশেষ স্তরে কিছু পরীক্ষার্থীদের সুবিধা করে দেওয়ার অভিযোগকেও অমূলক বলে উল্লেখ করা হয়েছে। তাই, পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই বলে কেন্দ্র শীর্ষ আদালতকে জানিয়েছে।

অন্যদিকে, এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) এদিন সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে জানায় যে, পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে কোনও গরমিল প্রমাণিত হয়নি। উল্লেখ্য, নিটে অনিয়মের অভিযোগ নিয়ে বুধবারের মধ্যে রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট।

সব মিলিয়ে, কেন্দ্র এবং কেন্দ্রীয় এজেন্সি একযোগে দাবি করেছে যে, নিট নিয়ে যতই হট্টগোল হোক না কেন, আদতে বড় কোনো গোলমাল হয়নি।

তবে, নিটে অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই দেশজুড়ে আন্দোলনে নেমেছে বিরোধী শিবির। একাধিক রাজ্যে বিক্ষোভ করেছেন পড়ুয়ারাও। সরকারও একপ্রকার মেনে নিয়েছিল যে, কিছু পড়ুয়াকে নিয়ম বহির্ভূতভাবে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। পরে সেটি বাতিলও করা হয়। ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কাউন্সিলিং। তবু সরকারের দাবি, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বড় কোনো গোলমাল হয়নি।

সাম্প্রতিকতম

বৃষ্টিতে ভাসবে কলকাতা? কী পূর্বাভাস আগামী কয়েকদিনের

খবর অনলাইনডেস্ক: মঙ্গলবার পঞ্চমীর দিন দুপুরের দিকে অল্প সময়ের জন্য তীব্র ঝড়বৃষ্টির কারণে বিপদে...

প্যান্ডেলে লিফলেট বিলি, মূর্তি নিয়ে শহর পরিক্রমা, ষষ্ঠীর কর্মসূচি আন্দোলনকারীদের

খবর অনলাইনডেস্ক: রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় ঢালাও সংস্কারের দাবিতে আমরণ অনশন চলছে ধর্মতলায়। আন্দোলন থেকে যে...

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

আরও পড়ুন

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

৩৭০ ধারা বাতিলের পর প্রথম জম্মু ও কাশ্মীর নির্বাচনে কংগ্রেস-এনসি জোটের দাপট

জম্মু ও কাশ্মীরে প্রথম নির্বাচনে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোটের বিপুল অগ্রগতি। বিজেপি ২৭ আসনে এগিয়ে, এবং পিডিপি দুই আসনে এগিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?