টানা বৃষ্টিতে কার্যত জলের তলায় চলে গেছে অসমের গুয়াহাটি মহানগর। শুক্রবার শহরের বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাটে সাগরের মতো জল জমে যাওয়ায় অফিস, স্কুল, কলেজগামী মানুষ বিপাকে পড়েন। এরই মধ্যে একের পর এক ভূমিধসের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুয়াহাটির খারঘুলি, চপাইডাং, কামাখ্যা, মালিগাঁও, দাতালপাড়া সহ একাধিক অঞ্চলে ভূমিধস হয়েছে। খারঘুলির চপাইডাঙে পাহাড় থেকে খসে আসা মাটি ও পাথরের চাপে পড়ে পুনম গোস্বামী এবং তাঁর মেয়ে নীলাক্ষী গোস্বামীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই এলাকায় মৃত্যু হয়েছে ৫ বছর বয়সী রঞ্জিতা বড়ো নামের এক শিশুকন্যার। দাতালপাড়ায় বাড়ি ধসে মৃত্যু হয়েছে দীপজ্যোতি বড়োর। মালিগাঁওয়ে ধসের কবলে পড়ে আহত হন রবিন দাস। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

টানা বৃষ্টির কারণে শহরের কামাখ্যা, গড়চুক, চন্দ্রপুর, বোঁডা, নুনমাটি সহ একাধিক অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা ও ধ্বংসের চিত্র সামনে এসেছে। বহু ঘরবাড়ি ধসে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার ও ত্রাণ অভিযান শুরু করা হয়েছে। পাঠানো হয়েছে জরুরি দল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী।
বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত বিদ্যালয়। ব্যাহত হয়েছে যানবাহন চলাচল। সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে ঘর না ছাড়ার অনুরোধ করেছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।