ফের মার্কিন বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের জন্য আটক কিং খান

0

মার্কিন বিমানবন্দরে ফের জিজ্ঞাসাবাদের জন্য আটকানো হল শাহরুখ খানকে। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে তাঁকে আটকান মার্কিন ইমিগ্রেশন দফতরের আধিকারিকরা।

সর্বশেষ ঘটনা


 

ঘটনার পর টুইটারে বিরক্তি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, “আমি এর প্রয়োজন বুঝি এবং নিরাপত্তা ব্যবস্থাকে সম্মান করি। কিন্তু এ ভাবে প্রত্যেক বার আটকালে খুব বিরক্ত লাগে।”


আটকানোর কারণ হিসাবে জানা গিয়েছে, আমেরিকার ‘নো ফ্লাই’-এর তালিকায় যে ৮০,০০০ জনের নাম রয়েছে তাদের এক জনের নামের সঙ্গে শাহরুখের নামের মিল রয়েছে।

মার্কিন আধিকারিক নিশা বিসওয়াল টুইটারে এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে বলেছেন, “ঘটনার জন্য দুঃখিত, তবে প্রত্যেক মর্কিন কূটনীতিকেরই স্ক্রিনিং-এর জন্য বাড়তি সময় থাকতে হয়।”

 

২০১২ সালের এপ্রিলেও ইয়েল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কাছে বক্তৃতা করতে যাওয়ার সময় শাহরুখ খানকে বিমানবন্দরে প্রায় ২ ঘণ্টার উপর আটকে রাখা হয়।

মুখ্যমন্ত্রীর টুইট প্রতিক্রয়া

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন