হাজি আলি দরগায় মহিলাদের প্রবেশাধিকার দিতে চলেছে দরগা কর্তৃপক্ষ। মহিলাদের প্রবেশের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে সোমবার সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত হলফনামা দিয়ে ৪ সপ্তাহ সময় চেয়েছে হাজি আলি দরগা। হাজি আলি কর্তৃপক্ষকে এই সময় দিতে রাজি হয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, এল নাগেশ্বর রাও এবং মুখ্য বিচারপতি টিএস ঠাকুরের বেঞ্চ।
গত ২৬ আগস্ট হাজি আলি দরগায় মহিলাদের পূর্ণ প্রবেশাধিকার দেয় বম্বে হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে দরগা ট্রাস্ট সুপ্রিমকোর্টে আবেদন জানানোয় পরবর্তী ৬ সপ্তাহ ওই রায় কার্যকর করা যায়নি। এদিন দরগা কর্তৃপক্ষকে পরিকাঠামো তৈরির সময় দেওয়ার পাশাপাশি ওই আবেদনও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুন; হাজি আলি দরগায় মহিলাদের পূর্ণ প্রবেশাধিকার দিল বম্বে হাইকোর্ট
সুপ্রিম কোর্ট জানিয়েছে, “দরগার ভেতরে একটি নির্দিষ্ট অঞ্চলের পর যদি মহিলা এবং পুরুষ উভয়কেই প্রবেশাধিকার না দেওয়া হয়, সেটা সমস্যা নয়। শুধু মহিলাদের অধিকার না দেওয়াটাই বেআইনি”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।