congress flag

ওয়েবডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কংগ্রেসের পথেই পা বাড়ালেন গুজরাতের পাতিদার নেতা হার্দিক পটেল। আগামী ১২ মার্চ আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগদান করার কথা তাঁর। আসন্ন লোকসভা নির্বাচনে জামনগর কেন্দ্র থেকে প্রার্থী হবেন তিনি।

গত কয়েকবছর ধরেই গুজরাতে বিজেপি-বিরোধী মুখ হিসেবে কার্যত শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন হার্দিক। পটেল সম্প্রদায়ের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সংরক্ষণের দাবিতে তাঁর আন্দোলন শুরু। এর আগে অবশ্য কংগ্রেসকে পেছন থেকে সমর্থন করলেও, সরাসরি কংগ্রেসের যোগদানের কথা তিনি কখনও বলেননি।

hardik patel
হার্দিক পটেল।

মূলত তাঁর আন্দোলনের জোরেই গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে যথেষ্ট বেগ দিয়েছিল কংগ্রেস। এ বার তিনি দলে যোগ দেওয়ায় গুজরাত থেকে বেশি আসন পাওয়ার আশা করছে কংগ্রেস।

আরও পড়ুন জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা, জখম ১৮

১২ মার্চই অমদাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সেই বৈঠকেই সম্ভবত দলীয় পতাকা হাতে নেবেন তিনি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here