প্রবল বিতর্কের মধ্যেই সোমবার প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিলেন ভর্তৃহরি মহতাব। ১৮তম লোকসভার প্রথম অধিবেশন শুরুর দিনই তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মহতাবের প্রোটেম স্পিকার পদে নিয়োগ নিয়ে প্রথম থেকেই বিরোধীদের মধ্যে সুর চড়েছিল। তবে সোমবার স্বাভাবিক পরিস্থিতিতেই বিজেপি সাংসদ মহতাব শপথ গ্রহণ করেন।
লোকসভা নির্বাচনের পরে সোমবার শুরু হয়েছে ১৮তম লোকসভার প্রথম অধিবেশন, যা চলবে ৩ জুলাই পর্যন্ত। ২৭ জুন থেকে শুরু হবে রাজ্যসভার অধিবেশন।
অধিবেশন শুরুর আগে থেকেই প্রোটেম স্পিকার নিয়োগকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা শুরু হয়েছিল। বিরোধীরা মহতাবের নিয়োগের বিষয়ে কড়া সমালোচনা করলেও, শেষ পর্যন্ত তিনি শপথ গ্রহণ করেছেন। প্রোটেম স্পিকারের কাজে সহযোগিতার জন্য একটি কমিটি গড়া হয়েছে। শাসক-বিরোধী সবপক্ষকে নিয়ে কমিটি তৈরি করা হয়েছে। কমিটির মধ্যে ইন্ডিয়া জোট ইতিমধ্যেই অসহযোগিতার ইঙ্গিত দিয়েছে।
প্রথম অধিবেশন চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া নতুন সরকারের বিভিন্ন পরিকল্পনা ও নীতি সম্পর্কেও আলোচনা হবে।
লোকসভার প্রথম অধিবেশন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয়বারে মোদী সরকার এই প্রথম জোট সঙ্গী নির্ভর করেই সংসদে প্রবেশ করেছে। অন্য দিকে বিরোধীরা শক্তিশালী ১৮ তম লোকসভায়।