নয়াদিল্লি: সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের দাবিতে সাড়া দিয়ে ভারতের নির্বাচন কমিশন হরিয়ানায় নির্বাচনের দিনক্ষণ পরিবর্তন করল। ভোটগ্রহণের দিন পরিবর্তিত হওয়ায় ভোটগণনার দিনও পালটেছে।
কমিশন জানিয়েছে, হরিয়ানায় ১ অক্টোবরের পরিবর্তে ভোট নেওয়া হবে ৫ অক্টোবর। ভোটগণনা হবে ৮ অক্টোবর। ওই দিন জম্মু-কাশ্মীরেও ভোটগণনা হবে।
শনিবার এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল এবং সারা ভারত বিশনয় মহাসভার তরফে কমিশনকে জানানো হয়েছে, ‘অসোজ অমাবস্যা উৎসবে’ যোগ দিয়ে দিতে বিশনয় সম্প্রদায়ের মানুষজন ওইদিন দলে দলে হরিয়ানা থেকে রাজস্থান যাবে। ফলে এক বিরাট সংখ্যক মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন। যার ফলে হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট পড়ার হার কমে যেতে পারে।
“তাদের আবেদনে সাড়া দিয়ে কমিশন শুধুমাত্র হরিয়ানার জন্য ভোটগ্রহণের দিন ১ অক্টোবরের (মঙ্গলবার) বদলে ৫ অক্টোবর (শনিবার) করার সিদ্ধান্ত নিয়েছে”, নির্বাচন কমিশন বলেছে।
সেপ্টেম্বর-অক্টোবরে ভোটগ্রহণ হবে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরেও। তিন দফায় ভোট গ্রহণ করা হবে – ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ফল প্রকাশিত হবে ৮ অক্টোবর।
বিশনয় সম্প্রদায়ের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় ‘অসোজ’ মাসের অমাবস্যা তিথিতে রাজস্থানের বিকানেরের মুকামে। এবছর ওই উৎসব অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। হরিয়ানার সিরসা, ফতেহাবাদ ও হিসার থেকে বিশনয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ রাজস্থানের বিকানেরে যাবেন। ১ তারিখ বা তার আগেই তাঁরা বিকানেরের উদ্দেশে রওনা হবেন। ওই তিন জেলার ডেপুটি কমিশনারের সঙ্গে আলোচনা করে হরিয়ানার চিফ ইলেকশন অফিসার এ ব্যাপারে নির্বাচন কমিশনকে অবহিত করেছিলেন।
আরও পড়ুন
জম্মু-কাশ্মীরে একজোট হয়ে লড়বে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস, ঘোষণা ফারুক আবদুল্লার