Homeখবরদেশহাথরস-পদপিষ্ট কাণ্ড সমাজবিরোধীদের চক্রান্ত, বললেন ভোলে বাবার আইনজীবী

হাথরস-পদপিষ্ট কাণ্ড সমাজবিরোধীদের চক্রান্ত, বললেন ভোলে বাবার আইনজীবী

প্রকাশিত

হাথরস (উত্তরপ্রদেশ): ধর্মগুরু ভোলে বাবার পায়ের ধুলো নিতে গিয়ে ভক্তরা পদপিষ্ট হয়েছে, এই অভিযোগ খণ্ডন করেছেন তাঁর আইনজীবী। ঘটনার এক দিন পরে তিনি বললেন, সমাজবিরোধীদের চক্রান্তেই এই পদপিষ্টের ঘটনা ঘটেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার হাথরসে এক ভক্তসমাবেশে ভোলে বাবা ধর্মোপদেশ প্রদান করার পরেই পদপিষ্টের ঘটনায় অন্ততপক্ষে ১২১ জনের মৃত্যু হয়, আহত হন বহু মানুষ।

সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে যে রিপোর্ট দেওয়া হয়েছে তা থেকে জানা যায়, ধর্মোপদেশ প্রদানের পর বাবা নারায়ণ হরি তথা সাকার বিশ্ব হরি ভোলে বাবার ‘চরণরজ’ (পায়ের ধুলো) নেওয়ার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে।

তবে ধর্মগুরুর আইনজীবী এ পি সিং বলেন, কিছু সমাজবিরোধী চক্রান্ত করে এই পদপিষ্টের ঘটনা ঘটিয়েছে। তাঁর দাবি, “কিছু সমাজবিরোধী চক্রান্ত করেছিল। নারায়ণ সাকার হরি যখন ধর্মসভার স্থান থেকে চলে যান, তাঁর গাড়িও বেরিয়ে যায়, আমাদের স্বেচ্ছাসেবক আর অনুগামীরা বুঝতেই পারছিলেন না চক্রান্তের কারণে কী ঘটছে। এটা পরিকল্পনা করে করা হয়েছে এবং এটা নিয়ে তদন্ত হওয়া দরকার।” তদন্ত হলে তাঁর মক্কেল পুলিশ এবং প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ভোলে বাবার আইনজীবী।

সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে যে রিপোর্ট দেওয়া হয় তা তৈরি করেছিলেন মহকুমা ম্যাজিস্ট্রেট। সেই রিপোর্ট খারিজ করে দিয়ে আইনজীবী দাবি করেছেন, “নারায়ণ সাকার হরি কখনোই তাঁর অনুগামীদের তাঁর পা ছুঁতে দিতেন না। ‘চরণরজ’-র যে উল্লেখ করা হয়েছে, তা মিথ্যে। এই ধরনের কোনো ছবি বা ভিডিও নেই।”

পদপিষ্টের ঘটনা নিয়ে যে এফআইআর দায়ের করা হয়েছে, তাতে ভোলে বাবার নাম নেই। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের মৈনপুরীতে যে আশ্রম আছে, সেখানে তিনি নেই। মৈনপুরীর ডিএসপি সুনীল কুমার বলেন, “আশ্রমে ৪০-৫০ জোন সেবাদার আছেন। তিনি (ভোলে বাবা) ভিতরে নেই। কাল তিনি ছিলেন না। আজও তিনি নেই।”     

হাথরসের পদপিষ্টের ঘটনা নিয়ে যে তদন্ত চলছে তাতে যাতে স্বচ্ছতা থাকে তার জন্য উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পটেল তিন সদস্যের এক বিচারবিভাগীয় কমিশন গঠন করেছেন। সেই কমিশনের প্রধান হলেন এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব। হাথরসের ঘটনার বিভিন্ন দিক নিয়ে কমিশন দু’ মাস ধরে অনুসন্ধান করবে।   

সাম্প্রতিকতম

চিকিৎসক-সরকার আলোচনায় মধ্যস্থতায় করতে চেয়ে দু’পক্ষকে ইমেল অপর্ণা, সুজাত ভদ্রদের, অনশন প্রত্যাহারের আবেদন

জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপর্ণা সেনসহ বিদ্বজ্জনেরা চিকিৎসক ও রাজ্য প্রশাসনের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

নিরাপত্তা শিকেয়! পুলিশের নাকের ডগা দিয়ে এসএসকেএমএ হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব, মাথা ফাটল রোগীর আত্মীয়ের

কলকাতার এসএসকেএম হাসপাতালে হকি স্টিক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। রোগীর আত্মীয়কে মারধর, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে মুকুট চুরির ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের

খবর অনলাইনডেস্ক: বাংলাদেশের সাতক্ষীরায় যশোরেশ্বরী কালীমন্দির থেকে সোনার মুকুট চুরি হয়ে যাওয়ার ঘটনায় কড়া...

হাওয়ার গতিপথ বদলাচ্ছে, দিনদুয়েকের মধ্যেই বর্ষা বিদায়, তবে বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না

খবর অনলাইনডেস্ক: হাওয়ার গতিপথ বদলাতে শুরু করেছে। দখিনা হাওয়াকে সরিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করেছে...

আরও পড়ুন

মুম্বইয়ে খুন অজিতপন্থী নেতা বাবা সিদ্দিকি, লরেন্স বিষ্ণৈ গ্যাংয়ের যোগ থাকার সম্ভাবনা

খবর অনলাইনডেস্ক: সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা...

ইউএপিএ মামলায় মুক্তি পাবার ৭ মাস পর মানবাধিকার কর্মী ড. জি এন সাইবাবার মৃত্যু

৫৭ বছর বয়সে সাবেক দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোকারাকোন্ডা নাগা সাইবাবার মৃত্যু হয়েছে। ৩,৭৯৯ দিন কারাবাসের পর মুক্তি পেয়েছিলেন তিনি।

অন্ধত্ব তাঁকে দমাতে পারেনি, দৃষ্টিহীন ভূমিকা এখন ইউটিউব ‘কুকিং স্টার’

তিনি শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম। চোখের বিরল অসুখে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত