hdfc bank vice president
এইচডিএফসি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ সাঙ্ঘভি

মুম্বই: ডাকাতির উদ্দেশ্যেই খুন করা হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সৌরভ সাঙ্ঘভিকে। এমনই জানালেন মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার অবিনাশ কুমার।

সোমবার পর্যন্ত অবশ্য পেশাগত দ্বন্দ্বকেই এই খুনের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছিল। পুলিশের দাবি, মূল অভিযুক্ত ট্যাক্সিচালক স্বীকার করে নিয়েছে যে ডাকাতির উদ্দেশ্যেই সে সৌরভকে খুন করেছে। ময়নাতদন্তে জানা গিয়েছে তাঁর দেহে একাধিক বার কোপানো হয়েছিল।

আরও পড়ুন ‘আমাকে ফাঁসানো হয়েছে,’ অ্যান্টিগা থেকে বললেন মেহুল চোকসি

পুলিশের দাবি, বারবার নিজের বয়ান বদল করেছে অভিযুক্ত। প্রথমে তার দাবি ছিল সৌরভকে খুন করার জন্য চার জন তাঁকে ভাড়া করেছিল। তার থেকেই পেশাগত দ্বন্দ্বের তত্ত্বটি নিয়ে আসে পুলিশ। এর পরে ফের বয়ান বদল করে সে বলে বাইকের ইএমআই মেটানোর জন্য এই আধিকারিককে সে খুন করেছে।

উল্লেখ্য, গত বুধবার কমলা মিলসে নিজের অফিস থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান সাঙ্ঘভি। সোমবার তাঁর দেহ উদ্ধার হয়।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন