ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি। দমবন্ধকর পরিস্থিতি রাজধানীতে। এই পরিস্থিতিতে ‘গ্যাসচেম্বারে’ পরিণত হওয়া দিল্লিতে বাড়ছে সিওপিডি, অ্যাজমার মতো শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ। নয়াদিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকদের করা সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রোগীরা প্রায় প্রত্যেকেই গলা খুসখুস, চোখ জ্বালা ও লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন।
ডাক্তারদের মতে, দীর্ঘ সময় ধরে একটানা বায়ুদূষণের কারণে ফুসফুস ও শ্বাসযন্ত্রের নানা সমস্যা দেখা দিচ্ছে। বাতাস দূষিত বলে গলা খুসখুস, কাশির সমস্যা দেখা দিচ্ছে। দীর্ঘ সময় ধরে একটানা কাশি থাকলে তা প্রকারান্তরে জটিল ফুসফুসের রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
ক্রনিক পালমোনারি ডিজিজ বা সিওপিডি ধূমপায়ীদের হয়। কিন্তু এখন ভয়াবহ বায়ুদূষণের কারণে সিগারেট না খেয়েও সিওপিডিতে আক্রান্ত হচ্ছেন আট থেকে আশি প্রায় সকলে। বায়ুদূষণ, রাসায়নিক দূষণের পাশাপাশি কলকারখানা থেকে বার হওয়া ধোঁয়া, ধুলোও ডেকে আনছে সিওপিডির সমস্যা।
গোটা বিশ্বে হার্টের অসুখ ও ক্যানসারের পর সবচেয়ে প্রাণঘাতী অসুখ হল সিওপিডি। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে পুরুষরা (২২%) মহিলাদের (১৯%) এর তুলনায় সিওপিডিতে বেশি পরিমাণে আক্রান্ত হন।