Home খবর দেশ হেমন্ত সোরেন কি ইডি মামলায় স্বস্তি পাবেন? আজই রায় সুপ্রিম কোর্টে

হেমন্ত সোরেন কি ইডি মামলায় স্বস্তি পাবেন? আজই রায় সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: সোমবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। জমি কেলেঙ্কারি সংক্রান্ত অর্থ পাচার মামলায় ইডি-র গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছেন সোরেন। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ সোরেনের আবেদনের শুনানি করবে।

জামিনের আবেদন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টেও গিয়েছিলেন হেমন্ত সোরেন। নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। তবে, গত ৩ মে, তাঁর আবেদন খারিজ করেছিল ঝাড়খণ্ড হাইকোর্ট। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা সোরেন নিজের গ্রেফতারি নিয়ে আদালতে ফয়সলা না হওয়া পর্যন্ত লোকসভা নির্বাচনে প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন।

তার পর, সুপ্রিম কোর্ট সোরেনের আরেকটি আবেদনের নিষ্পত্তি করেছিল গত ১০ মে। এতে তিনি অর্থ পাচার মামলায় ইডি-র গ্রেফতারকে চ্যালেঞ্জ করে আবেদনের উপর রায় দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশ চেয়েছিলেন।

সুপ্রিম কোর্ট সোরেনের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী কপিল সিবল এবং অরুণাভ চৌধুরীকে বলেছিল যে হাইকোর্ট ৩ মে তার রায় দিয়েছে এবং জেএমএম নেতা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করেছেন। এমন অবস্থায় তাঁর আবেদন অর্থহীন হয়ে পড়েছে।

প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সোরেন দু’জনেই গ্রেফতার হয়েছিলেন ইডির হাতে। দিল্লির আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রথম জন। দ্বিতীয় জনকে ইডি গ্রেফতার করেছিল জমি কেলেঙ্কারি মামলায়। গত শুক্রবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েছেন কেজরি। এখন দেখার, হেমন্ত সোরেনের আবেদন নিয়ে কী সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত?

আরও পডুন: আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version