সারা দেশে গোহত্যা বন্ধ করতে হবে। শুধু তা-ই নয়, গোমাংস কেনা-বেচা, আমদানি-রফতানিও নিষিদ্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকারকে আরও এক বার এই নির্দেশ দিল হিমাচল হাইকোর্ট এবং এই নির্দেশ কার্যকর করতে সময় দেওয়া হয়েছে ছ’ মাস।
গত বছর ১৪ অক্টোবর একই নির্দেশনামা জারি করে হিমাচল হাইকোর্ট বলেছিল, ৩ মাসের মধ্যে এ ব্যাপারে কেন্দ্রকে আইন প্রণয়ন করতে হবে। সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে আপিল করে কেন্দ্রীয় সরকার। তাদের বক্তব্য ছিল, এই বিষয়টি যে হেতু রাজ্যের তালিকায় পড়ে সে হেতু এ ব্যাপারে রাজ্যকেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কেন্দ্রের সেই আর্জি খারিজ করে দিয়ে হিমাচল হাইকোর্টের বিচারপতি রাজীব শর্মা ও বিচারপতি সুরেশ্বর ঠাকুরের ডিভিশন বেঞ্চ বলেছে, জাতীয় স্তরে আইন প্রণয়ন করে কেন্দ্রীয় সরকারকে সর্ব ভারতীয় ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা জারি করতে হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।