nia hizbul
সৈয়দ সালাহউদ্দিন। ফাইল ছবি

শ্রীনগর: ‘টেরর ফান্ডিং’ বা সন্ত্রাসবাদী কাজের জন্য জঙ্গিদের টাকা দেওয়ার মামলায় শ্রীনগর থেকে গ্রেফতার করা হল হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহউদ্দিনের ছেলে সৈয়দ শাকিল ইউসুফকে। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করে এনআইএ।

শের-এ-কাশ্মীর মেডিক্যাল কলেজে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন শাকিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১১ সালে তাঁর বাবার থেকে জন্য টাকা নিয়েছিলেন তিনি। জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) ধারণা পাকিস্তান থেকে দিল্লি হয়ে কাশ্মীরের পৌঁছনো ওই টাকা সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করা হয়েছে।

এই মামলায় এখনও পর্যন্ত ছ’জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে এনআইএ। এর মধ্যে রয়েছেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির পরিচিত জিএম ভট্টও। ছ’জনের মধ্যে চার জন এখন এনআইএর হেফাজতে রয়েছেন, অন্যদিকে বাকি দু’জন এখনও পলাতক।

আরও পড়ুন প্যারোল শেষ, ফের আত্মসমর্পণ করলেন লালু

উল্লেখ্য,গত জুনে গ্রেফতার করা হয়েছিল সালাহউদ্দিনের আরও এক ছেলে সৈয়দ শহীদ ইউসুফকে। তিনি কাশ্মীরের কৃষি দফতরে কর্মরত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন