উত্তরাখণ্ডের দেহরাদুনে ভয়াবহ পথ দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।
দেহরাদুনের ওএনজিসি মোড়ের কাছে সোমবার রাত ২টো নাগাদ একটি ইনোভা গাড়ি ও একটি কন্টেনার ট্রাকের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সংঘর্ষের পর ইনোভা গাড়িটি বহু দূর ছিটকে যায় এবং এতে গাড়িতে থাকা ছয় জন ঘটনাস্থলেই প্রাণ হারান। একজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনাস্থলে দ্রুতই পৌঁছে যায় ক্যান্টনমেন্ট থানার পুলিশ বাহিনী, আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যায় তারা। দেহরাদুনের পুলিশ সুপার (এসপি) প্রমোদ কুমার জানান, ইনোভা গাড়িটি বল্লুপুর থেকে ক্যান্ট এলাকার দিকে যাচ্ছিল। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর কন্টেনার চালককে পুলিশ গ্রেফতার করেছে।
মৃত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং তদন্ত করছে যে কোন গাফিলতি দুর্ঘটনার কারণ কি না।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই মর্মান্তিক দুর্ঘটনা দেহরাদুনের রাস্তায় নিরাপত্তার গুরুত্বকে আবারও সামনে এনেছে, বিশেষ করে রাতে যাতায়াতের সময় বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
আরও পড়ুন: সুন্দরবন যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা! মৃত ৩, আহত ২০