indian parliament

নয়াদিল্লি: শুক্রবার সন্ধ্যা ছ’টা নাগাদ অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হবে সাংসদে। তার আগে এ দিন সকালে ভোটাভুটি থেকে সরে দাঁড়াল দুই গুরুত্বপূর্ণ দল শিবসেনা এবং বিজু জনতা দল। অনাস্থায় তারা কী করবে এই নিয়ে বৃহস্পতিবার থেকেই দোটানায় ছিল দল। অবশেষে ওয়াকআউটের সিদ্ধান্তই তাদের শ্রেয় মনে হল।

আদতে ওয়াকআউট করে সরকারেরই সুবিধা করে দিল এই দুই দল। স্পিকার ছাড়া বর্তমানে লোকসভার সাংসদ সংখ্যা ৫৩৩। বিজেডির ১৯ এবং শিবসেনার ১৮ সাংসদ ভোটদানে বিরত থাকায় লোকসভার সংখ্যা নেমে হল ৪৯৬। ফলে বর্তমান পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিজেপির দরকার ২৪৯ জন সাংসদের সমর্থন। দুই-তৃতীয়াংশ ভোট পেতে গেলে দরকার ৩৩০ জনের সমর্থন।

শুক্রবার সকালে এনডিএর মোট সাংসদ সংখ্যা ছিল ৩১২। কিন্তু শিবসেনা বয়কট করায় সেই সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ২৯৪।

তবে এটাই স্থায়ী ছবি নয়। দিন যত এগোবে তত পরিস্থিতি বদলাতে পারে। তামিলনাড়ুর এআইএডিএমকে এবং তেলঙ্গানার টিআরএস কী করে সেটাই দেখার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here