প্রতিবছর ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার স্মরণে সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়। এ বছর এটি ৭৬তম না কি ৭৭তম?
এই বছর, দেশ উদযাপন করবে ৭৬তম সাধারণতন্ত্র দিবস। এই দিনটি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য, সামরিক শক্তি এবং অগ্রগতির প্রতীক। প্যারেড, ট্যাবলো এবং দেশপ্রেম মূলক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
২০২৫ সালের সাধারণতন্ত্র দিবস প্যারেডে ট্যাবলোগুলির থিম নির্ধারিত হয়েছে “সোনালি ভারত – ঐতিহ্য ও উন্নয়ন”। এটি কর্তব্য পথ (Kartavya Path)-এ প্রদর্শিত হবে এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিকীকরণের অগ্রগতিকে তুলে ধরবে।
প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবস আমাদের জাতীয় ঐক্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের উদযাপনের প্রতীক। এই দিন আমাদের সংবিধান এবং তার মূল্যবোধকে শ্রদ্ধা জানানোর দিন। প্যারেডে উপস্থিত থেকে বা টেলিভিশনের সামনে বসে, আমরা সবাই মিলে জাতীয় গর্ব এবং একাত্মতার এই মুহূর্তে শামিল হই।