দেশ
কী ভাবে নজিরবিহীন বিদ্রোহের কারণ হয়ে উঠল এক বিচারকের রহস্যজনক মৃত্যু
দেশ
বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের বিদেশমন্ত্রী, কথা হবে বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে
বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করা ছাড়াও সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন ভারতের বিদেশমন্ত্রী।

ঋদি হক: ঢাকা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে সামনে রেখে বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন সে দেশের বিদেশমন্ত্রী (Indian Foreign Minister) ড. এস জয়শংকর (Dr. S Jaishankar)। বুধবার বাংলাদেশ বিদেশমন্ত্রক এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এ দিন দুপুর সোয়া ১২টা নাগাদ ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন ‘পদ্মা’য় বাংলাদেশের বিদেশমন্ত্রী (Bangladesh Foreign Minister) ড. এ কে আবদুল মোমেনের (Dr. A K Abdul Momen) সঙ্গে বৈঠকে বসবেন ভারতের বিদেশমন্ত্রী।
ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শংকরের ঢাকা সফরে যাওয়ার খবর ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও জানানো হয়েছে। বুধবার নয়াদিল্লিতে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে বিদেশমন্ত্রী ড. এস জয়শংকর ৪ মার্চ ঢাকা যাচ্ছেন। ঢাকা সফরে বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করা ছাড়াও সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন ভারতের বিদেশমন্ত্রী।
প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, দুই বিদেশমন্ত্রী দু’ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কতটা উন্নতি হল তা নিয়ে পর্যালোচনা করবেন। বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh PM) শেখ হাসিনা (Sheikh Hasina) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনযাত্রার শুভ উদ্বোধন করবেন। এর পরিপ্রেক্ষিতে দুই বিদেশমন্ত্রীর বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।
ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে ট্রেন
আগামী ২৬ মার্চ দু’ দিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী (Indian PM) নরেন্দ্র মোদী (Narendra Modi)। যাত্রীবাহী ট্রেন চলাচলের সূচনা হওয়া ছাড়াও ওই সময়ে দুই প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করবে বঙ্গবন্ধু-বাপু মিউজিয়ামও।
বাংলাদেশের রেল মন্ত্রক জানিয়েছে, দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন একটি আন্তর্দেশীয় যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে। ঢাকা থেকে সরাসরি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেল জংশন পর্যন্ত এই ট্রেন যাবে। নীলফামারী জেলার চিলাহাটি-হলদিবাড়ি রুটে এই ট্রেন চলাচল করবে।
সপ্তাহে কত দিন ওই ট্রেন চলবে, ট্রেন ছাড়া ও পৌঁছোনোর সময় কী হবে, ভাড়া কত হবে, ইমিগ্রেশন নিয়মাবলি, রেলের নাম ইত্যাদি বিষয় উভয় দেশের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে বলে মঙ্গলবার বাংলাদেশের রেলপথ মন্ত্রক প্রকাশিত বার্তায় বলা হয়েছে।
দেশ
চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে চমকপ্রদ অন্তর্বর্তীকালীন কার্যকারিতা দেখাল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন
প্রকাশ্যে এল কোভ্যাক্সিনের তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের অন্তর্বর্তীকালীন ফলাফল!

খবর অনলাইন ডেস্ক: ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিনের (Covaxin) তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের অন্তর্বর্তীকালীন কার্যকারিতার তথ্য প্রকাশ্যে এল।
বুধবার সংস্থা জানায়, তাদের তৈরি এই করোনা ভ্যাকসিনের তৃতীয় তথা চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের অন্তর্বর্তী রিপোর্টে কার্যকারিতার উল্লেখযোগ্য প্রমাণ মিলেছে। এই ট্রায়ালে ২৫,৮০০ জনের উপর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। যা ভারতে এখনও পর্যন্ত বৃহত্তম।
ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডা. কৃষ্ণ এল্লা জানিয়েছেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের এই লড়াইয়ে আজ ভ্যাকসিন আবিষ্কার এবং বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। আজকের ফলাফল আমাদের তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের। আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ২৭,০০০ অংশগ্রহণকারীর ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্য প্রকাশ করেছি”।
তিন ধাপের সমীক্ষায় ১৮-৯৮ বছর বয়সের মধ্যে ২৫,৮০০ জন অংশগ্রহণকারীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে ৬০ বছরের বেশি বয়সি ২,৪৩৩ এবং কো-মর্বিডিটি-সহ ৪,৫০০ জন রয়েছেন।
তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের প্রাথমিক সমাপ্তি পিসিআর-কনফার্মড সিম্পটোমেটিক (হালকা, মাঝারি বা গুরুতর) কোভিড -১৯ আক্রান্ত রোগীদের ভ্যাকসিন দেওয়া হয়। তবে সার্স-কোভ-২ নেগেটিভ রিপোর্ট আসার কমপক্ষে ১৪ দিন পর তাঁদের উপর ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
সংস্থা আরও জানিয়েছে, প্রথম অন্তর্বর্তীকালীন বিশ্লেষণ ৪৩টি মামলার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে কোভিড -১৯-এর ৩৬টি ঘটনা প্লাসেবো গ্রুপে পর্যবেক্ষণ করা হয়েছে। ৭টি ছিল বিবিভি১৫২ (কোভ্যাক্সিন) গ্রুপে। ফলাফলে ভ্যাকসিনের কার্যকারিতা ৮০.৬ শতাংশ বলে অনুমান করা করা হয়েছে।
আরও পড়তে পারেন: বড়ো ঘোষণা কেন্দ্রের! এখন থেকে ২৪ ঘণ্টাই মিলবে কোভিড টিকা
দেশ
বড়ো ঘোষণা কেন্দ্রের! এখন থেকে ২৪ ঘণ্টাই মিলবে কোভিড টিকা
এ বার টিকা পাওয়া যাবে ২৪x৭, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

খবর অনলাইন ডেস্ক: আয়ুষ্মান ভারত, সিজিএইচএস এবং রাজ্য প্রকল্পের সঙ্গে জড়িত নয়, এমন বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড টিকাকরণ পরিচালনার কেন্দ্র হিসাবে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর দিন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) জানালেন, টিকা দেওয়ার গতি বাড়ানোর জন্য সময়ের সীমাবদ্ধতা বাতিল করা হচ্ছে। অর্থাৎ, এ বার থেকে দিনে ২৪ ঘণ্টাই চলবে করোনা টিকাকরণ।
কী বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী?
টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লেখেন, সরকার টিকা দেওয়ার গতি বাড়াতে সময়ের সীমাবদ্ধতা দূর করেছে। সাধারণ মানুষ তাঁদের সুবিধা মতো ২৪x৭ টিকা নিতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সময় এবং স্বাস্থ্য উভয়ের মূল্যই বোঝেন”।
স্বাস্থ্যমন্ত্রী ‘দৈনিক ভাস্কর’ পত্রিকার একটি প্রতিবেদনের জবাব দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালগুলি টিকা দেওয়ার জন্য যে কোনো সময়সারণি বেছে নিতে পারে।
তবে, টিকাকরণ কর্মসূচির সঙ্গে জড়িত সমস্ত বেসরকারি ও সরকারি হাসপাতালগুলি সরকারের কো-উইন অ্যাপ এবং ওয়েবসাইটের সঙ্গে যুক্ত। তাই সরকার অনুমোদিত নমনীয় সময়সূচি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
কী বলছে স্বাস্থ্যমন্ত্রক?
স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ বলেন, “কো-উইন পোর্টাল কোনো সকাল ৯টা থেকে বিকেল ৫টার কোনো সিস্টেম নয়। এই পদ্ধতি কোনো হাসপাতালকে তার পছন্দ মতো সময়সীমায় টিকাকরণে অনুমোদন দেয়। তারা যদি রাত ৮টা পর্যন্ত করতে চায়, সেটাও সম্ভব। আবার সকাল ৮টা থেকেও শুরু করতে পারে। তবে এর জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সময়সূচি তৈরি করা দরকার”।
শুধু তাই নয়, এ ভাবে নমনীয় সময়সূচি বেছে নেওয়া হলে ভিড় এড়ানোও অনেক সহজ।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব আরও বলেন, “আমরা সময়সূচিতে বিভিন্ন পর্যায়ে ভাগ করতে চাইনি। এটি হাসপাতালের ক্ষমতার উপর নির্ভর করে সকাল বা বিকাল হতে পারে … এখন ভিড় বাড়ছে, ফলে এটা একটা কার্যকরী পদক্ষেপ”।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে করোনা টিকাকরণের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে গত ১ মার্চ থেকে। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী এবং প্রথমসারির করোনাযোদ্ধাদের পর এই পর্যায়ে ৬০ বছরের বেশি এবং কো-মর্বিডিটি রয়েছে, এমন ৪৫ বছরের বেশি বয়সিদের টিকাকরণ চলছে।
আরও পড়তে পারেন: অ্যাপে নাম নথিভুক্ত না করলে আপনি কি করোনা টিকা পাবেন না?
-
বিনোদন2 days ago
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভোটে কি দাঁড়াবেন?
-
শিক্ষা ও কেরিয়ার3 days ago
৮ লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রের এই প্রকল্প, জানুন বিস্তারিত
-
দেশ3 days ago
স্বস্তি দিয়ে দেশে নতুন সংক্রমণ নামল ১৫ হাজারের ঘরে, তবে সক্রিয় রোগীর সংখ্যাও আরও বৃদ্ধি
-
রাজ্য2 days ago
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত