ওয়েবডেস্ক: আর কোনো ঝঞ্ঝাট নয়। এবার খুব সহজেই পাসপোর্ট পেয়ে যাবেন সাধারন মানুষ। আধার কার্ড থাকলেই তা খুব সহজ হয়ে যাবে। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটির টুইটার অ্যাকাউন্টে। সেখানে জানানো হয়েছে, এবার থেকে আর বহু নথির দরকার পড়বে না পাসপোর্ট তৈরি ও তথ্য যাচাই করতে। আধার কার্ড থাকলেই তা সম্পূর্ণ ভাবে হয়ে যাবে। শুধু তাই নয়, টুইটে আরও জানানো হয়েছে যে এখনও পর্যন্ত প্রায় ১.৩৬ কোটি মানুষ আধারের সাহায্যে এই সুযোগ উপভোগ করেছেন।
কিছুদিন আগে অবশ্য কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয় সংবিধানের ১৯৮০ সালের পাসপোর্ট নিয়ম অনুযায়ী ২৬ জানুয়ারি ১৯৮৯ পর যারা জন্মেছেন তাদের জন্মের পরিচয়পত্র প্রয়োজন।
No need to carry multiple documents for passport services like new application or renewal. Use Aadhaar to verify your identity and address. For making passport services easier and quicker, #HumHainAadhaarKeSaath pic.twitter.com/S3zfpshM2H
— Aadhaar (@UIDAI) May 20, 2018
জেনে নিন আধারের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ধাপগুলি:
১। প্রথমে passportindia.gov.in ওয়বেসাইটে পাসপোর্টের জন্য রেজিস্টার করতে হবে।
২। আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে পাসপোর্ট আবেদনে নথিভুক্ত করতে হবে।
৩। তথ্য পূরণ করতে হবে।
৪। সাবমিটে ক্লিক করতে হবে।
৫। অনলাইনে টাকা জমা করতে হবে।
৬। টাকা জমা দেওয়ার পর, সেই ফর্মের প্রিন্ট বার করতে হবে।
৭। সেই প্রিন্টের সঙ্গে আধারের জেরক্স জুড়ে নিকটবর্তী আধার কেন্দ্রে জমা করতে হবে।