India And Pakistan
ইন্টারনেট থেকে পাওয়া প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে স্নায়ুচাপের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। ৪০ জন সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার নেপথ্যে যখন পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ. তখন এটা অস্বাভাবিক নয়। হামলার পরে ভারতের প্রধানমন্ত্রী যেমন পাকিস্তানকে চরমবার্তা দিয়েছেন, তেমনই গত মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত আক্রমণ করলে প্রত্যুত্তর দেওয়ার জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এমন পরিস্থিতিতে উঁকি দেওয়া যেতে পারে দু’দেশের ্অস্ত্রাগারে।

সামরিক খাতে বরাদ্দ

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সূত্রে জানা যায়, ২০১৮ সালে ভারত সামরিক খাতে বরাদ্দ করেছে ৪,০০০০০ কোটি ভারতীয় টাকা (৫৮ বিলিয়ন ডলার)। যা দেশের জিডিপির ২.১ শতাংশ।

ওই একই সময়ে পাকিস্তান বরাদ্দ করেছে ১,২৬০০০ কোটি পাকিস্তানি টাকা (১১ বিলিয়ন ডলার)। যা সে দেশের জিডিপির ৩.৬ শতাংশ।

সক্রিয় সেনা সংখ্যা

ভারতে রয়েছে ১৪ লক্ষ সক্রিয় সেনা।

পাকিস্তানে সক্রিয় সেনার সংখ্যা ৬,৫৩,৮০০ জন।

মিসাইল এবং আণবিক অস্ত্র

ভারতের হাতে রয়েছে ৯ ধরনের অপারেশনাল মিসাইল। যেগুলির মধ্যে রয়েছে অগ্নি-৩, যেটির রেঞ্জ ৩ হাজার কিমি থেকে ৫ হাজার কিমি।

Agni-3
অগ্নি-৩

পাকিস্তানের মিসাইলগুলি চিনা প্রযুক্তিতে তৈরি। তবে সেগুলির বেশির ভাগই স্বল্প দৈর্ঘ্যের সীমা পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। শাহিন-২-এর সর্বোচ্চ রেঞ্জ ২ হাজার কিমি।

Shaheen-2
শাহিন-২
স্থল সেনা

ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভারতে স্থলসেনার সংখ্যা ১২ লক্ষ।

পাকিস্তানের হাতে রয়েছে ৫,৬০,০০০ স্থল সেনা।

বায়ুসেনা

ভারতের বায়ুসেনার সংখ্যা ১,২৭,২০০। অন্য দিকে তাঁদের দখলে রয়েছে ৮১৪ কমব্যাট এয়ারক্রাফ্ট।

পাকিস্তানের হাতে রয়েছে ৪২৫ কমব্যাট এয়ারক্রাফ্ট।

জলসেনা

সব মিলিয়ে ৬৭,৭০০ সদস্য ভারতীয় জলসেনার। রয়েছে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, ১৬টি সাবমেরিন, ১৪টি ডেসট্রয়ার, ১৩টি ফ্রেগেট, ৭৫টি কমব্যাট ক্যাপাবেল এয়ারক্রাফ্ট -সহ অন্যান্য জল-যুদ্ধাস্ত্র।

পাকিস্তানের হাতে ৮টি সাবমেরিন, ৯টি ফ্রিগেট, ৮টি টি কমব্যাট ক্যাপাবেল এয়ারক্রাফ্ট-সহ ্‌অন্যান্য উপকরণ। 

  • যদিও এগুলিই সব নয়, দু’দেশের কাছেই থাকতে পারে আরও বেশি কিছু।
dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন

1 COMMENT

  1. পাকিস্তান,ইন্ডিয়ার যুদ্ধ হলে সেখানে চীন নিশ্চিত জড়িয়ে পড়বে।কারন তারাও চাইবে যে ভারতের কিছু অংশ দখল করি।তবে অন্যানের মত আমিও চাই যেন কোনোক্রমেই যুদ্ধ না লাগে।

Comments are closed.