ওয়েবডেস্ক: চিনির কারখানা থেকে বেরোনো রাসায়নিক তরল মিশেছে নদীতে। এর ফলে মাছের মড়ক লেগেছে বিপাশা নদীতে। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে।
জেলার কিরি আফগানা গ্রামে রয়েছে ‘চাড্ডা সুগার ইন্ড্রাস্টিজ’। স্থানীয়দের মতে, এই কারখানা থেকে বেরোনো বিষাক্ত রাসায়নিক তরল নদীতে মিশেই মাছের মড়ক ঘটিয়েছে। নদীর কাছাকাছি বসবাসকারী স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার থেকেই অমৃতসর, কাপুরথালা এবং তরনতারনে বিপাশা নদীর রঙ বদলাতে শুরু করে। এর পরেই নদীর ওপরে মৃত মাছ ভেসে থাকতে দেখা যায়।
খবর পেতেই বন এবং পরিবেশ দফতরের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান অমৃতসরের ডেপুটি কমিশনার কমলদীপ সিং সঙ্ঘা। তিনি বলেন, “কারখানায় একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরেই রাসায়নিক তরল পদার্থ বেরোতে শুরু করে। এই তরল নদীতে মিশে যাওয়ার ফলে সেখানকার নদীর অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করে। এর ফলে এত মাছের মৃত্যু হয়।”
সরকারি আধিকারিকদের মতে, মাছের মড়ক ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের কয়েক জন মন্ত্রীও।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।