Homeখবরদেশভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার মিগ-২৯ যুদ্ধবিমান, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট

ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার মিগ-২৯ যুদ্ধবিমান, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট

প্রকাশিত

আগরায় ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত, তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সফল!


আজ, সোমবার আগরার কাছে একটি রুটিন প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান। জানা যায় একটি “সিস্টেম ত্রুটি”র সম্মুখীন হয়ে বিধ্বস্ত হয়েছে বিমানটি। পাইলট নিরাপদে অবতরণ করে বেঁচে গেছেন।

ভিজ্যুয়াল ফুটেজে দেখা যাচ্ছে, সঙ্গা গ্রামের একটি খোলা মাঠে বিমানটিতে আগুনে জ্বলছে এবং স্থানীয় মানুষ বিমানের আশেপাশে দাঁড়িয়ে আছেন। কয়েকজনকে ইজেকশন সিটের মতো একটি সরঞ্জাম ধরে থাকতে দেখা গেছে।

ভারতীয় বায়ু সেনা একটি বিবৃতিতে জানিয়েছে, “আজ আগরার কাছে একটি মিগ-২৯ বিমান রুটিন প্রশিক্ষণ চলাকালীন সিস্টেম ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। মাটিতে প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি এড়াতে বিমানটি নির্দিষ্টভাবে চালিত করেন পাইলট। নিরাপদে বেরিয়ে আসেন তিনি। ঘটনার কারণ নির্ধারণে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

মিগ-২৯ যুদ্ধবিমান ন্যাটো কোড ‘ফুলক্রাম’ এবং ভারতীয় কোড ‘বাজ’ নামে পরিচিত। মূলত সোভিয়েত রাশিয়ার একটি এয়ার সুপিরিয়রিটি যুদ্ধবিমান। ১৯৮৭ সালে এটি আনুষ্ঠানিক ভাবে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এই মডেলটি তুলনামূলক ভাবে নিরাপদ রেকর্ড ধারণ করে চলেছে।

রিপোর্ট অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি মিগ-২৯ এর উন্নত সংস্করণ ছিল, এর নাম মিগ-২৯ ইউপিজি। গত দুই মাসে এটি দ্বিতীয় মিগ-২৯ দুর্ঘটনা। এর আগে সেপ্টেম্বর মাসে রাজস্থানের বড়মেড়ে রুটিন নাইট সোর্টির সময় একটি মিগ-২৯ কারিগরি সমস্যায় পড়ে বিধ্বস্ত হয়েছিল। সেবারও পাইলট নিরাপদে ইজেক্ট করেছিলেন।

মিগ-২৯ ইজেকশন সিট

মিগ-২৯ বিমানে “জভেজদা কে-৩৬ডি জিরো-জিরো” ইজেকশন সিট ব্যবহৃত হয়। এটি বিশ্বের অন্যতম উন্নত ইজেকশন সিট হিসেবে বিবেচিত হয় এবং এটি ভারতীয় বিমান বাহিনীর সু-৩০এমকেআই যুদ্ধবিমানেও ব্যবহার করা হয়।

এই ইজেকশন সিটগুলো শূন্য উচ্চতা বা শূন্য গতিতে পাইলটকে নিরাপদে বের করার জন্য ডিজাইন করা হয়েছে। এই জিরো-জিরো ক্ষমতাটি নিম্ন উচ্চতা বা কম গতিতে থাকা অবস্থায় বিমান দুর্ঘটনায় পাইলটদের নিরাপদে বের হতে সাহায্য করার জন্য উন্নত করা হয়েছে।

সাম্প্রতিকতম

তৎকাল টিকিট বুকিংয়ের নতুন সময়সূচি ঘোষণা করল ভারতীয় রেল

যে যাত্রীরা জরুরি প্রয়োজনে বা শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা করেন, তাঁদের জন্য তৎকাল টিকিট...

এই সব করদাতাদের জিএসটিআর-৭ ফাইল করার জন্য কোনও লেট ফি লাগবে না

জিএসটি টিডিএস ফাইলিং: জিএসটিআর-৭ দাখিলের সময়সীমা পেরোলেও নেই জরিমানা, কিন্তু দায় এড়ানোর উপায় নেই জিএসটি...

স্ব-মূল্যায়নে সম্পত্তি কর নির্ধারণের সুবিধা এ বার রাজ্যের সব পুরসভায়

কলকাতার পর এবার রাজ্যের সব পুরসভায় চালু হতে চলেছে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি। সেল্ফ অ্যাসেসমেন্টের মাধ্যমে নাগরিকেরা নিজেরাই নির্ধারণ করবেন সম্পত্তি কর।

স্মার্টফোনকে সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা করতে কী পরামর্শ কেন্দ্রীয় সরকারের

দিন দিন ভারতে বাড়ছে একের পর এক সাইবার জালিয়াতির ঘটনা। প্রতারকরা একের পর এক...

আরও পড়ুন

তৎকাল টিকিট বুকিংয়ের নতুন সময়সূচি ঘোষণা করল ভারতীয় রেল

যে যাত্রীরা জরুরি প্রয়োজনে বা শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা করেন, তাঁদের জন্য তৎকাল টিকিট...

চলতি অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে মোদী সরকার, তীব্র বিতর্কের সম্ভাবনা

শীতকালীন অধিবেশনে কেন্দ্র আনতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে ‘বিমা সখি যোজনা’, কী সুবিধা রয়েছে এই প্রকল্পে, কারা পাবেন

সোমবার (৯ ডিসেম্বর) হরিয়ানার পানিপথ থেকে ‘বিমা সখি যোজনা’ শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে