একটি মেয়ে যদি ১৮ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারে, তবে জীবনসঙ্গী কেন নয়: আসাদউদ্দিন ওয়েইসি

0
Marriage Loan

নয়াদিল্লি: মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার প্রস্তাব পাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। এর পর চলছে তর্ক-বিতর্ক। তাতেই নতুন ইন্ধন জোগালেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর সাংসদ ওয়েইসি কেন্দ্রকে নিশানা করে বলেন, একটি মেয়ে যদি ১৮ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারে, তবে কেন জীবনসঙ্গী বেছে নিতে পারবে না।

সংবাদ সংস্থা এএনআই-এর সাক্ষাৎকারে ওয়েইসি বলেন, “এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের পিতৃত্ববাদের একটা খুব ভালো উদাহরণ। ১৮ বছর বয়সে, একজন ভারতীয় নাগরিক চুক্তিতে স্বাক্ষর করতে, ব্যবসা শুরু করতে, প্রধানমন্ত্রী নির্বাচন করতে এবং সংসদ সদস্য এবং বিধায়ক নির্বাচন করতে পারেন। আমি মনে করি যে ছেলেদের জন্য ২১ বছরের বয়:সীমা কমিয়ে ১৮ করা উচিত”।

কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে বিঁধে ওয়েইসি বলেন, এই সরকার মহিলাদের উন্নতির জন্য কোনো কিছুই করেনি। তাঁর কথায়, “ভারতে বাল্যবিবাহ কমার কারণ শিক্ষা এবং অর্থনৈতিক অগ্রগতি। এর জন্য ফৌজদারি আইনের ভূমিকা নেই। তা সত্ত্বেও দেখা যাচ্ছে, প্রায় ১ কোটি ২০ লক্ষ শিশুর বিয়ে হয়ে যাচ্ছে ১৮ বছরের আগেই। আসলে এই সরকার মহিলাদের উন্নতিতে কিছুই করেনি। মোট শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ২০০৫ সালে ছিল ২৬ শতাংশ, ২০২০ সালে তা ১৬ শতাংশে নেমে এসেছে”।

[আসাদউদ্দিন ওয়েইসি। প্রতীকী ছবি]

তাঁর কথায়, এমনকী সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে, “গোপনীয়তা এখন একটি মৌলিক অধিকার। কে কাকে বিয়ে করবে, সে নিজের পছন্দ মতোই বেছে নিতে পারে। কখন সন্তান হবে, সেটাও তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। আসলে মহিলাদের সামগ্রিক উন্নয়নের প্রয়োজন”।

ওয়েইসি আরও বলেন, আমেরিকায় এমন অনেক প্রদেশ রয়েছে যেখানে ১৪ বছর পরেই বিয়ের অনুমতি দেওয়া হয়। ব্রিটেন ও কানাডায় ১৬ বছর বয়সে বিয়ে করার অধিকার রয়েছে।

প্রসঙ্গত, নীতি আয়োগে জমা পড়া টাস্ক ফোর্সের সুপারিশের ভিত্তিতেই মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার। এক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর যে কথা বলেছিলেন, তার পর থেকেই এই বিষয় নিয়ে চিন্তাভাবনা চলছিল। মন্ত্রীসভায় এই প্রস্তাব পাশ হয়ে যাওয়ার পর এ বার বাল্যবিবাহ রোধ আইন ২০০৬- (Prohibition of Child Marriage Act, 2006)-এ সংশোধনী আনার প্রস্তাবটি লোকসভার শীতকালীন অধিবেশনে পেশ করছে কেন্দ্র।

আরও পড়তে পারেন:

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মামলায় নয়া মোড়! বিজেপি-র আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট

তুঙ্গে অখিলেশ যাদব বনাম বিজেপি সংঘাত, একাধিক সমাজবাদী পার্টি নেতার বাড়িতে আয়কর হানা

নিজস্ব ডিজিট্যাল মুদ্রার প্রচলনে ক্রমশ এগোচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক, আলোচনা কেন্দ্রীয় বোর্ডের সভায়

কমল নতুন করে আক্রান্ত, আরও নামল সক্রিয় রোগী

মদ-গাঁজার আসরের বিরুদ্ধে প্রতিবাদ, ভরসন্ধেয় ডায়মন্ড হারবারে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন