Homeখবরদেশপূর্বাভাস অনুযায়ী এ বছর ভালো বৃষ্টি আশা করছে আবহাওয়া দফতর

পূর্বাভাস অনুযায়ী এ বছর ভালো বৃষ্টি আশা করছে আবহাওয়া দফতর

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আগামী ২-৩ দিনের মধ্যেই বর্ষা আসার সম্ভাবনা রয়েছে কেরলে। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) বুধবার সকাল ৮টার বুলেটিনে জানিয়েছে, পরিস্থিতি যে রকম তাতে আগামী ২-৩ দিনের মধ্যেই কেরলে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলে আশা করা যায়।

দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এবার দেশের বিভিন্ন প্রান্তে বর্ষা কেমন হবে তার একটা পূর্বাভাস আইএমডি সোমবার প্রকাশ করেছে। ওই পূর্বাভাসে বলা হয়েছে, বর্ষার দীর্ঘ সময় হিসাবে ধরলে আশা করা যায়, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে এবার। শতাংশের হিসাবে ১০৬%। ‘মডেল এরর’ হিসাবে ৪% কম-বেশি হতে পারে।

বৃষ্টিপাত ১০৫% থেকে ১১০%-এর মধ্যে হলে বলা হয় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত। আর ১১০%-এর বেশি হলে বলা হয় অতিরিক্ত বৃষ্টি। আইএমডি-র হিসাবে এবার দেশে ৩২% সম্ভাবনা রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আর ২৯% সম্ভাবনা রয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের। অর্থাৎ ৩৯% সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের। সে দিক থেকে দেখতে গেলে এ বছর বৃষ্টিপাতের পূর্বাভাসটি বেশ আশাব্যঞ্জক।  

আইএমডি-র পূর্বাভাস, উত্তরপশ্চিম ভারতে এবার স্বাভাবিক বৃষ্টিপাত হবে (৯২% থেকে ১০৮%-এর মধ্যে)। আর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে পূর্ব, উত্তরপূর্ব ভারতে (৯৪%-এর কম)। মধ্য ভারত এবং উপকূল তথা দক্ষিণ ও দক্ষিণপশ্চিম ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি (১০৬%-এর বেশি) বৃষ্টি হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, ভারতের বৃষ্টিনির্ভর কৃষি এলাকা অর্থাৎ যাকে বলা হয় ‘মনসুন কোর জোন’, সেখানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার কথা।

আইএমডি-র ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র বলেন, “স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির যে পূর্বাভাস আগে দিয়েছিলাম আমরা তাকেই বহাল রাখছি। স্বাভাবিকের চেয়ে বেশি বা অতিরিক্ত বৃষ্টি হওয়ার যে ৬১ শতাংশ সম্ভাবনা রয়েছে তাতে আমরা যথেষ্ট আস্থাশীল। সুতরাং এ বছর আমরা ভালো বৃষ্টি আশা করতে পারি।”

আরও পড়ুন

‘রেমাল’-এর তাণ্ডব উত্তর-পূর্ব ভারতে, অন্তত ৩৭ জনের মৃত্যু

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে