খবর অনলাইন ডেস্ক: আগামী ২-৩ দিনের মধ্যেই বর্ষা আসার সম্ভাবনা রয়েছে কেরলে। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) বুধবার সকাল ৮টার বুলেটিনে জানিয়েছে, পরিস্থিতি যে রকম তাতে আগামী ২-৩ দিনের মধ্যেই কেরলে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলে আশা করা যায়।
দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এবার দেশের বিভিন্ন প্রান্তে বর্ষা কেমন হবে তার একটা পূর্বাভাস আইএমডি সোমবার প্রকাশ করেছে। ওই পূর্বাভাসে বলা হয়েছে, বর্ষার দীর্ঘ সময় হিসাবে ধরলে আশা করা যায়, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে এবার। শতাংশের হিসাবে ১০৬%। ‘মডেল এরর’ হিসাবে ৪% কম-বেশি হতে পারে।
বৃষ্টিপাত ১০৫% থেকে ১১০%-এর মধ্যে হলে বলা হয় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত। আর ১১০%-এর বেশি হলে বলা হয় অতিরিক্ত বৃষ্টি। আইএমডি-র হিসাবে এবার দেশে ৩২% সম্ভাবনা রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আর ২৯% সম্ভাবনা রয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের। অর্থাৎ ৩৯% সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের। সে দিক থেকে দেখতে গেলে এ বছর বৃষ্টিপাতের পূর্বাভাসটি বেশ আশাব্যঞ্জক।
আইএমডি-র পূর্বাভাস, উত্তরপশ্চিম ভারতে এবার স্বাভাবিক বৃষ্টিপাত হবে (৯২% থেকে ১০৮%-এর মধ্যে)। আর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে পূর্ব, উত্তরপূর্ব ভারতে (৯৪%-এর কম)। মধ্য ভারত এবং উপকূল তথা দক্ষিণ ও দক্ষিণপশ্চিম ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি (১০৬%-এর বেশি) বৃষ্টি হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, ভারতের বৃষ্টিনির্ভর কৃষি এলাকা অর্থাৎ যাকে বলা হয় ‘মনসুন কোর জোন’, সেখানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার কথা।
আইএমডি-র ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র বলেন, “স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির যে পূর্বাভাস আগে দিয়েছিলাম আমরা তাকেই বহাল রাখছি। স্বাভাবিকের চেয়ে বেশি বা অতিরিক্ত বৃষ্টি হওয়ার যে ৬১ শতাংশ সম্ভাবনা রয়েছে তাতে আমরা যথেষ্ট আস্থাশীল। সুতরাং এ বছর আমরা ভালো বৃষ্টি আশা করতে পারি।”
আরও পড়ুন
‘রেমাল’-এর তাণ্ডব উত্তর-পূর্ব ভারতে, অন্তত ৩৭ জনের মৃত্যু